adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সহিংস রাজনীতিতে শিশুদের ব্যবহার

image_64313_0চট্টগ্রাম: ক্ষমতায় যাওয়ার আন্দোলনে রাজনৈতিক দলগুলো মানবঢাল হিসেবে ব্যবহার করছে শিশুদের। সাম্প্রতিক সময়ে এটি উদ্বেগজনক হারে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলগুলোকে শিশুদের সব ধরনের সহিংসতা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ। কিন্তু বিরোধী দলগুলো এদিকে কর্ণপাত করছে না। আর সরকার খুব কঠোর ভাষায় এর সমালোচনা করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এদিকে রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহারকে মানবধিকার লঙ্ঘন ছাড়াও সরাসরি ফৌজদারি অপরাধের সামিল বলে মন্তব্য করছেন দেশের বিশিষ্ট আইনজীবী ও সমাজ বিজ্ঞানীরা। একুশ শতকে এসে এধরনের মানবধিকার লঙ্ঘন থেকে বিরত থাকতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধ কর্মসূচিগুলোতে দলীয় পিকেটারদের পাশাপাশি শিশুদের ব্যবহার বেশ লক্ষ্যণীয়। রাজনৈতিক দলের কর্মীদের চেয়ে মিছিল-মিটিংয়ে শিশুদের উপস্থিতি নজরে পড়ার মতো। বিশেষ করে গাড়িতে আগুন দেয়া, ককটেল ফাটানো ও ভাঙচুরের মতো ঝুঁকিপূর্ণ সহিংস কাজগুলো করছে শিশুরাই। সামান্য টাকার বিনিময়ে ছিন্নমূল বা অতিদরিদ্র পরিবারের এসব শিশুদের ব্যবহার করা হচ্ছে।

ব্যবহৃত হতে গিয়ে যেমন এসব শিশু সহিংসতার শিকার হচ্ছে তেমনি গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতায় আক্রান্ত হয়েছে পথচারী ও নিরোপরাধ ১৩ শিশু। এরমধ্যে ককটেল নিয়ে খেলতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকটি শিশু। মারা গেছে ৩টি।

গত ৫ মে ঢাকার মতিঝিলে হেফাজতের কর্মসূচি থেকে আটক হওয়া শিশুরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের উত্তরে বলেছে, তারা ১৩ দফার কিছু জানে না, বোঝেও না। হুজুররা বলেছেন তাই এসেছে। পিকেটিং করার সময় আটক হওয়া কিছু শিশুও জানিয়েছে, তাদেরকে বড়রা বিভ্রান্ত করে এসব কাজে ব্যবহার করেছে। অথবা কেউ টাকার লোভে এ বিপজ্জনক কাজে জড়িয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সহিংস কর্মকাণ্ডে শিশুদের ব্যবহারের ফলে তাদের সুষ্ঠু বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে ব্যবহৃত হলে তারা মানসিক প্রতিবন্ধী এবং শারীরিকভাবে পুঙ্গু হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

গত মঙ্গলবার ১৮ দলের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান প্রবেশপথ একে খান মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এসময় রাজনৈতিক কর্মীদের পাশাপাশি ভর দুপুরে ৮ থেকে ১৪ বছরের ডজনখানেক শিশুকে মহাসড়কে বসিয়ে রাখা হয়। তারা সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেয়।

অবরোধ বা রাজনীতির কোনো মারপ্যাঁচ না বুঝলেও কতিপয় রাজনৈতিক নেতার নির্দেশে বা টাকার লোভে সেখানে অবস্থান করে তারা। বিনিময়ে দিন শেষে তাদের হাতে ধরিয়ে দেয়া হবে ২শ’ টাকা। আর গাড়িতে আগুন দিতে পারলে ৫শ’ টাকা, ভাঙচুর করলে ৩শ’ টাকা এবং ককটেল ফাটালে ২শ’ টাকা। মঙ্গলবার দুপুরে পুলিশ সেখানে গিয়ে সড়ক থেকে এ শিশুদের তুলে দেয়। অনেককে কান ধরিয়ে উঠবস করায়। অবশ্য শিশু বলে কঠোর কোনো ব্যবস্থা নেয়নি তারা।

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের অংশ নেয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচিতে কোনো শিশুকে আমরা আসতে বলি না। এরপরও এলাকার বড় ভাইদের সাথে যারা আসে তাদের আমরা নিরুৎসাহিত করি। যারা আনে তাদেরও বলে দেয়া আছে, তাদের যেন খাবারের জন্য কিছু টাকা দিয়ে পাঠিয়ে দেয়া হয়।’

টাকা দিয়ে পাঠিয়ে দেয়া কি পরোক্ষভাবে ফের কর্মসূচিতে আসার জন্য উৎসাহিত করা নয়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা আসে এখানে মূলত নাস্তা করার উদ্দেশ্যে। তাই তাদের মনে কষ্ট না দেয়ার জন্য টাকা দিয়ে পাঠিয়ে দিতে বলি।’

মঙ্গলবার অবরোধে সহিংস কাজে শিশুদের ব্যবহার প্রসঙ্গে শাহাদাত বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। কালকে (বুধবার) থেকে এ বিষয়ে আমি খোঁজ নিয়ে তাদের যারা এনেছে তাদের না করে দেবো।’

অন্যদিকে শিশুদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মানব ঢাল হিসেবে ব্যবহার করার কারণে নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণে চরম বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গাড়ি পোড়ানো বা ককটেল ফাটানোর সহিংসতা দমনে মারমুখী হতে গিয়ে তাদের বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মাসুদ উল হাসান।

তিনি বলেন, ‘কতিপয় রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ফলে যে কোনো ধরনের সহিংসতা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বা অ্যাকশনে যেতে পারছে না।’

এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘রাজনৈতিক নেতাকর্মীরা ঘরে বসে থাকবে আর কিছু পথশিশুকে টাকা দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নামিয়ে দেবে এটা ঠিক নয়। কোনো গাড়িতে আগুন দিতে পারলে ৫শ’ টাকা, ভাঙচুর করলে ৩শ’ টাকা এবং ককটেল বিস্ফোরণ করলে ২শ’ টাকা করে দেয়া হয় এ শিশুদের। রাজনৈতিক নেতাদের এধরনের মানসিকতা থেকে বের হয়ে আসা উচিৎ।’

বাংলাদেশে সাম্প্রতিক সহিংস বিক্ষোভে আটক ও রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃত্তি দিয়েছে ইউনিসেফ।

গত ১৯ নভেম্বর ইউনিসেফ প্রতিনিধি ড. প্যাসকেল ভিলেনুভ এক বিবৃতিতে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ আদায়ে শিশুদের ব্যবহার সম্পর্কে এ বছরে শুরুতেই ইউনিসেফ উদ্বেগ প্রকাশ করেছিল। আশঙ্কার সাথে দেখা যাচ্ছে, সহিংস বিক্ষোভে শিশুদের ব্যবহার করা হয়ে চলেছে ক্রমবর্ধমানভাবে। শিশুদের এগুলো থেকে দূরে রাখা উচিৎ। সেইসাথে রাজনৈতিক স্বার্থে শিশুদের ব্যবহার বন্ধ করা উচিৎ।’

জাতিসংঘের এই সংস্থাটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরে জানায়, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে চলমান রাজতিক সহিংসতায় বেশ কিছু শিশুর নিহত হওয়ার পাশাপাশি আহত হওয়ার মতো ঘটনাও ঘটছে। নির্বাচন সামনে রেখে ঘরে-বাইরে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংস্থাটি। শিশুদের সবরকম বিক্ষোভ থেকে দূরে ও নিরাপদ রাখতে সব রাজনৈতিক দলে প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফের পাশাপাশি শিশুদের রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান সহিংসতায় ব্যাপকহারে নারী ও শিশুদের ব্যবহার করা হয়েছে। গত সপ্তাহে জামায়াত নেতা আমিনুল ইসলাম হত্যার প্রতিবাদে মহাসড়কে নেমে আসে নারী ও শিশু। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, সড়কে ব্যারিকেড দেয়। শিশু বলে এসময় পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারেনি।

এছাড়াও সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে গত মাসে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে নারী ও শিশুরা লিপ্ত হয়। এতে তিন জন নারী ও দুই জন শিশু আহত হয়। শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে ওইসময় পুলিশের ওপর ব্যাপক হামলা করে জামায়াত।

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান বলেন, ‘সম্প্রতিক সময়ে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে ঝামেলা হলেই নারী ও শিশুদের আগে এনে দাঁড় করিয়ে দেয়া হয়। তাদের এই কৌশলের জন্য পুলিশকে দারুণ বেগ পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন তখন অ্যাকশনে যাওয়া যায় না। শিশুদের বিষয়টি মাথায় রেখে অপারেশন চালাতে হয়। এই সময়ের মধ্যে নাশকতাকারীরা তাদের সহিংসতার কাজটি সম্পাদন করে ফেলে।’

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি এমরানুল হক চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘কিছু রাজনৈতিক দল তাদের হীনস্বার্থে নারী ও শিশুদের সহিংস কর্মকাণ্ডে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এটা সম্পূর্ণ অনৈতিক এবং শিশু অধিকারের লঙ্ঘন। শিশুদের নানাভাবে বিভ্রান্ত করে ভুলিয়ে-ভালিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে। যারা শিশুর জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার।’

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে কথা বলেছি। কিন্তু তারা আমাদের কথা শুনবে না। যে গণতন্ত্রের কথা বলে তারা রাজনীতি করছে সে ধরনের গণতান্ত্রিক আচরণ তারা পরস্পরের প্রতি করে না বলে শিশুদের ব্যবহারের মতো জঘণ্য কাজ করে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের মধ্যে মানবিক চিন্তা থাকা, শিশুর প্রতি ভালোবাসা থাকা উচিৎ। তা না হলে শিশুরা বলি হতেই থাকবে।’

খেলাঘর চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, ‘দেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো শিশুদের সহিংস কর্মকান্ডে ব্যবহার বেড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। যেসব বিষয় সম্পর্কে কিছুই বুঝে না সে ধরনের কাজেও শিশুদের বিভ্রান্ত করে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক সহিংসতার বলি হচ্ছে শিশুরা। বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করা একটি দেশ কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিতই থাকছে। অর্থাৎ শিশুদের যে যার যার মতো করে ব্যবহার করছে, সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।’

শিশু অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের (সিএসডিএফ) চেয়ারপারসন এসএম নাজের হোসাইন বলেন, ‘শিশুদের সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে শিশুদের ব্যবহার করছে। হেফাজতের কর্মসূচি থেকে আটক হওয়া শিশুরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের উত্তরে বলেছে, তারা ১৩ দফার কিছু জানে না-বোঝে না। হুজুররা বলেছেন তাই তারা এসেছে। পিকেটিং করার সময় আটক হওয়া কিছু শিশুও জানিয়েছে তাদেরকে বড়রা বিভ্রান্ত করে এসব কাজে ব্যবহার করেছে। এর অর্থ হলো, শিশুদের বিভ্রান্ত করে নিয়ে যাওয়া হচ্ছে। সহিংস কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ না হলে জাতির ভবিষ্যৎ অন্ধকার।’

বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাবুন্যালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ ব্যাপারে বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু মানবধিকার লঙ্ঘনই নয় ফৌজদারি আইনেও অপরাধ। যারা নিজেদের স্বার্থ হাসিলে শিশুদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিৎ। সরকার এ ব্যাপারে কঠোর হবে বলে আমি করি। শিশুদের রাজনৈতিভাবে ব্যবহার অব্যাহত থাকলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।’

সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের সময়টাকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে বলেন, ‘শিশুর জন্মগ্রহণ থেকে বেড়ে উঠাকে বলা হয় সামাজিকীকরণ। একটি শিশুর বেড়ে উঠাকে তিন ভাগে ভাগ করা হয়। এরমধ্যে ১ বছর থেকে ৯ বছর পর্যন্ত শিশুটি যা করে তা না বুঝে আনন্দ পাওয়ার জন্য করে। ১০ বছর থেকে ১৬ বছর পর্যন্ত শিশুটি যা করে তা আবেগতাড়িত হয়ে। এই ৬ বছর বয়সটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে তাকে যদি গাইড করার কেউ না থাকে তাহলে নিশ্চিতভাবে বিপদগ্রস্থ হবে। বর্তমানে যারা রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে তাদের বেশিরভাগের বয়সই এই সীমার মধ্যে। আর ১৬ থেকে ২২ বছর পর্যন্ত যারা আছে তারা বাস্তবতার নিরিখে সব ধরনের কাজগুলো করে থাকে। তারা সমাজ থেকে প্রভাবিত হয়েও করে।’

রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই ধরনের হীন মানসিকতা পরিহার করতে হবে। আলোকিত সমাজ বা রাষ্ট্র যদি তারা আমাদের উপহার দিতে চায় তাহলে তাদের নীতিগত এসব বিষয় পরিষ্কার থাকতে হবে।’

আইনজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিশু আইন ২০১৩ অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। অথচ রাজনৈতিক দলগুলো শিশুদের কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সম্পৃক্ত করছে না তাদের দিয়ে সহিংস কর্মকাণ্ডও পরিচালনা করছে। আইনানুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ। শিশুদের দিয়ে সহিংসতা করার বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। এ জন্য আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। প্রথমত শিশুদের যেন এভাবে ব্যবহার করা না হয় সেজন্য নজরদারি বাড়াতে হবে। যারা শিশুদের সহিংসতায় সম্পৃক্ত করছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। রাজনীতিতে শিশুদের ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। যেসব শিশু রাজনৈতিক অপরাধে জড়িয়ে পড়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত হওয়া বেশিরভাগ শিশুই পরিবার থেকে বিচ্ছিন্ন বা ছিন্নমূল। এ ধরনের শিশুদের বিপথগামী করা তুলনামূলকভাবে সহজ। এ ধরনের শিশুদেরই বেশি রাজনীতিতে সম্পৃক্ত করা হয়।

শিশু-কিশোরদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না করার ব্যাপারে সব দলেরই অঙ্গীকার থাকলেও তারা তা মানছে না। জনগণ চায়, রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকরা এই অঙ্গীকার রাখবে। দলের কোন স্তর থেকে কে বা কারা শিশুদের সহিংসতায় সম্পৃক্ত করছে তাদের চিহ্নিত করবে। এ ধরনের অন্যায়ে সম্পৃক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেবে।

আইন অনুযায়ী শিশুদের সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শিশুনীতি অনুযায়ী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের যথেচ্ছ ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এখন দেখার বিষয় ইউনিসেফের উদ্বেগ সরকার ও রাজনৈতিক নেতাদের টনক নড়াতে পারে কি না!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া