adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার গন্ধে জেগে উঠল ১ বছরের কোমায় থাকা রোগী!

image_96302_0আন্তর্জাতিক ডেস্ক : এক বছর ধরে হাসপাতালের বিছানায় কোমায় আচ্ছন্ন রোগীর জ্ঞান ফিরেছে টাকার গন্ধে। চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে চীনের শেনঝেনের একটি হাসপাতালে।
জিয়াও লি কোমায় যাওয়ার আগে সাইবার ক্যাফেতে বসে ব্যবসার নানা পরিকল্পনা নিয়ে প্রায় এক সপ্তাহ থেকে গবেষণা করছিলেন তিনি। এই এক সপ্তাহ পুরোপুরি নির্ঘুম কাটান তিনি। তারপরেই ২০১৩ সালের আগস্ট মাসে কোমায় চলে যান।
এরপর চীনের শেনঝেনের একটি হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে কোমায় থাকেন লি। লি’র ইচ্ছা ছিল অনেক টাকা উপার্জন করবে। হাসপাতালের এক নার্স এটা শুনে কয়েকটি ব্যাঙ্ক নোট কোমায় আচ্ছন্ন লি’র নাকের কাছে ধরেন। আর তাতেই জেগে ওঠেন লি।
হাসপাতালের ডাক্তার লিউ তাং জানিয়েছেন, ‘আমরা লি’র পরিবারকে জিজ্ঞাসা করি নির্দিষ্ট কোনো জিনিসের পিছনে প্রায় পাগল ছিল কি লি? আমরা শুনলাম টাকার জন্য লি অস্থির থাকতো।
তাই স্রেফ পরীক্ষামূলক একটা ১০০ ইউয়ানের নোট তার নাকের কাছে ধরা হয়, আর তাতেই লি’র হাতের আঙুল নড়ে ওঠে। যেন নোটটা নেয়ার চেষ্টা করছিল লি। এরপর চোখের পাতাও কাঁপতে শুরু করে তার।’
তবে চিকিতসকরা জানিয়ে দিয়েছেন, এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না লিকে। পুরোপুরি সুস্থ হতে বেশ অনেকটা সময় লাগবে তার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া