adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকামুখী দূরপাল্লার বাস বন্ধ

BUS-1420327259নিজস্ব প্রতিবেদক : নাশকতার আশঙ্কায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। তবে আন্তঃজেলা ও লোকাল রুটে বাস চলাচল রয়েছে স্বাভাবিক।
শাসকদল আওয়ামী লীগ ও বিএনপির ৫ জানুয়ারির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে  দূরপাল্লার সকল বাস বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। রোববার ভোর থেকেই  দেশের আন্তঃজেলা বাস টার্মিনালগুলো  থেকে  দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। এ অবস্থায় অনেকেই বাস কাউন্টারে এসে দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ‘কেউ কেউ ভয়ে বাস চালানো বন্ধ করে দিয়েছে।’

বাস চলাচল স্বাভাবিক থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল স্বাভাবিক থাকবে।’
পরিবহণ শ্রমিক নেতা ওসমান গনি বলেন, ‘অধিকাংশ মালিক নাশকতার ভয়ে সড়কে বাস নামাতে চাইছে না। মালিকরা অনুমতি দিলে শ্রমিকরা বাস চালাবে।’

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া