adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ ডিসেম্বর) ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচকও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- কেয়া কসমেটিকস, ফার্মা এইডস, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, গ্রামীণফোন, এবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, মেঘনা পেট্রোলিয়াম ও লাফার্জ সুরমা।
লেনদেন হয়েছে মোট ৫১৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩৭৩ কোটি ৫৬ লাখ টাকা।   
এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬২ পয়েন্ট হয়।
দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৪ পয়েন্ট হয়।
দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৫ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয় মোট ৩৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৭ কোটি ৫১ লাখ টাকা।     

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া