adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার গণভবনে আ.লীগের জরুরি বৈঠক

image_65329_0ঢাকা: দলের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানেমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দলটির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বৈঠকের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কীভাবে করা যায় সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

এরশাদের নির্বাচন বর্জনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে জাতীয় পার্টি মনোনয়নপত্র প্রত্যাহার করে কি না দেখবেন।’

বৈঠকের বিষয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেন, ‘বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হঠাৎ করেই বৈঠক হয়েছে। নির্বাচনে আসার জন্যই জাতীয় পার্টির নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বৈঠকে জাতীয় পার্টির নেতারা নির্বাচনে আসার বিষয়ে মত দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এরশাদ সাহেবের নির্বাচনে আসতে বাধা থাকার কথা নয়।’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপরই সন্ধ্যায় গণভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বৈঠকে জাতীয় পার্টি নেতা পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলুও ছিলেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি  ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনী, ডিজিএফআই ও এনএসআই প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া