adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের ৬১ হাসপাতালে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ৬১টি হাসপাতালে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ভিক্টর লিয়াশকো বলেন, রাশিয়ান হামলায় ৬১টির মতো হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হাসপাতালগুলো বন্ধ হয়নি, তারা কাজ চালিয়ে যাচ্ছে।

খারকিভের কাছে ইজিয়াম শহরের প্রধান হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

সূত্র : আলজাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া