adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে আসবে না ইংলিশ সমর্থকরা

bangladeshক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ড ক্রিকেট দলের খেলা দেখতে বাংলাদেশে আসবে না দেশটির ক্রিকেট সমর্থকদের সংগঠন বার্মি আর্মি। সংগঠনটির ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এই মাসের শেষদিন বাংলাদেশে আসবে ইংল্যান্ড। নিরাপত্তা পরিদর্শকরা দেশটির খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ২৬ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশে আসার ঘোষণা দেন। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ইংলিশরা। প্রথম থেকে ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশ সফর নিয়ে চারদিক থেকে নানা মন্তব্য আসতে থাকে।

দলটির নিয়মিত ওয়ানডে অধিনায়ক মরগান এবং ওপেনার অ্যালেক্স হেলস ইতিমধ্যে বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার ঠিক দুই দিন পরে বার্মি আর্মির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হল।

‘এই পরিস্থিতিতে আমরা ইসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছ থেকে চিঠিও পেয়েছি।’ বিবৃতি দিয়ে বার্মি আর্মি বলছে, ‘ঢাকা এবং চট্টগ্রামের হোটেলের তালিকা আমাদের সরবরাহ করা হয়েছে। স্টেডিয়াম পর্যন্ত বাংলাদেশ পুলিশের নিরাপত্তায় পৌঁছে দেয়ার কথা বলা হয়েছে।’

‘কিন্তু স্থানীয় ট্রাফ্রিক ব্যবস্থায় আক্রমণের ঝুঁকি থাকে। বেসরকারি নিরাপত্তা সংস্থার তালিকাও আমাদের দেয়া আছে। অতিরিক্ত নিরাপত্তা পেতে হলে দর্শকদের নিজস্ব খরচে পেতে হবে। বিসিবির আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ। তারপরও এফসিও’র পরামর্শ মেনে আমরা বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া