adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের অভিযােগ -বিচার বিভাগকে করায়ত্ত করতে চাচ্ছে আ.লীগ

FAQRULডেস্ক রিপাের্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সবকিছুকে নিজের করায়ত্ত করে নিতে চায়। যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা লড়াই ও সংগ্রাম করেছি, যে বিচার বিভাগের স্বাধীনতার কথা আওয়ামী লীগ তার ম্যানুফেস্টুতে বারবার বলেছে, আজ সেই বিচার বিভাগকে তারা এখন তারা করায়ত্ত করে নিতে চাচ্ছে।’

২৪মে বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ প্রশাসনকে করায়ত্ত করেছে, তারা পার্লামেন্টে গৃহপালিত বিরোধী দল তৈরি করে সেখানে বসিয়ে দিয়েছে তাদের নিজস্ব লোকজনকে। এভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনব্যবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দলকে আরও সুসংগঠিত করতে হবে। পদ পদবি নয়, আজকে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহসাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও পৌর মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানকে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া