adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে পরমাণু বিদ্যুত কেন্দ্রে গুলি – ৩ নিরাপত্তা রক্ষী নিহত

b699c5dbb931dac500cbd02a518a1a17_XLডেস্ক রিপোর্ট: ভারতের তামিল নাড়ু রাজ্যের কালপাককাম পরমাণু বিদ্যুত কেন্দ্রে আজ (বুধবার) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিক্যুরিটি ফোর্স বা সিআইএসএফ’এর  এক হেড কনস্টেবলের গুলিতে তিন সহকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় সিআইএসএফ’এর অন্য দুই সদস্য গুরুতর আহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে একজন অ্যাডিশনাল সাব ইন্সপেক্টর এবং দু’জন হেড কনস্টেবল রয়েছে। গুলিবর্ষণের সঙ্গে জড়িত হেড কনস্টেবল বিজয় প্রতাপ সিংকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটেছে। ভোরে রোল কলের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর হেড কনস্টেবল ৯এমএম কার্বন গান দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই  তিন ব্যক্তি মারা যায়। আহতদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অবশ্য এ ঘটনায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক ততপরতায় কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন মাদ্রাজ পরমাণু বিদ্যুত কেন্দ্রের পরিচালক।
ভারতের স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিক্যুরিটি ফোর্স বা সিআইএসএফ হলো কেন্দ্রীয় আর্মড পুলিশ বাহিনী। দেড় লাখ সদস্য নিয়ে গঠিত এ বাহিনী দেশটির পরমাণু ও অ্যারোস্পেস ¯’াপনা, ৩০০ শিল্প ইউনিট, ৫৯টি বেসরকারি বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া