adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গোবর খেলায় হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত ভারত। আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েই চলেছে। হাসপাতালে উপচে পড়া ভিড়, এমনকি শ্মশানেও লাশ দাহ করতেও হিমশিম খেতে হচ্ছে। এমন অবস্থার মধ্যেও সম্প্রতি বহু লোকের সমাগমে অনুষ্ঠিত হয়েছে কুম্ভমেলা। এবার বহু লোকের সমাগমে গোবর খেলায় মাতলো অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই প্রদেশের কুর্নুল জেলায় তেলুগু নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উগাড়ি উৎসবে সামিল হন হাজার হাজার মানুষ। মাস্ক ছাড়া গোবর খেলায় মত্ত ছিলেন তারা।

অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষের মধ্যে শারীরিক দূরত্বের বালাই তো নেইই। এমনকি মাস্ক, স্যানিটাইজারেরও দেখা মিলল না, ফলে এই উৎসব থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

তেলেগু নববর্ষের দিন কুর্নুল জেলায় উগাড়ি উৎসবের রীতি বহু প্রাচীন। এই উৎসবে গোবর নিক্ষেপ করা হয় একে অপরের দিকে।

এর আগে কুম্ভমেলায় অংশ নেয় প্রায় দেড় লাখ মানুষ। সেখান থেকে অন্তত এক হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে। বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া