adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার আমেরকার গির্জায় হামলা- নিহত ২৬

U Sআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্ধুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হামলাকারীর নাম ডেভিন প্যাট্রিক ক্যালি। ২৬ বছরের এই শ্বেতাঙ্গ ঘটনার কিছুক্ষণ পর মারা গেছেন।
এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাদারল্যান্ড স্প্রিংসে। এটি টেক্সাসের উইলসন কাউন্টিতে অবস্থিত।
স্থানীয় পুলিশের ভাষ্যমতে, ক্যালি ১১টা নাগাদ ব্যাপটিস্ট চার্চটিতে গুলিবর্ষণ করে। এতে ২৬ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। আহতের সংখ্যাও বিশের অধিক বলে জানানো হয়েছে।
এক প্রত্যক্ষ দর্শী জানিয়েছেন, ক্যালিকে সকাল ১১টা ২০ মিনিটে স্থানীয় গ্যাস স্টেশনে দেখা যায়। রাস্তা পার হয়ে গাড়ি থেকে বের হয়ে চার্চের দিকে গুলি ছুড়তে শুরু করে। পরে চার্চে ঢুকেও গুলি করা চালিয়ে যায়। রোববার বলে চার্চে এ সময় প্রায় ৫০ জন মানুষ ছিলেন। অন্তত ২০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন চার্চের উল্টোদিকের গ্যাস স্টেশনের ক্যাশিয়ার।

গুলিবর্ষণ শেষে ক্যালি বের হয়ে এলে স্থানীয় এক অধিবাসী তাকে ধরার চেষ্টা করলে সে রাইফেল ফেলে পালিয়ে যায়। পলায়নরত অপরাধীর পিছু নেন এক অধিবাসী। কিছুক্ষণ পর স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীও যোগ দেয় ধাওয়ায়। পরে পার্শ্ববর্তী গুয়াদেলুপে কাউন্টিতে দুর্ঘটনা কবলিত গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ক্যালিকে। পুলিশ নিশ্চিত নয়, হামলাকারী আত্মহত্যা করেছেন নাকি স্থানীয় কারো গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
ক্যালিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তাঁকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। বিদেশ সফররত ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এ ঘটনায় সবাইকে আশ্বস্ত করার জন্য টুইট করেছেন, ‘ঈশ্বর সাদারল্যান্ড স্প্রিংসের মানুষদের সহায়ক হন। এফবি আই এবং আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে আছে। আমি জাপান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া