adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশের প্রয়োজন আরো একটা জয়

ranking news lক্রীড়া প্রতিবেদক : ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে আরো একটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। মানে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেই প্রথমবারের মতো এই অভিজাত আসরে খেলবে বাংলাদেশ।
বৃহস্পতিবার ভারতকে ৭৯ রানে হারিয়ে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এই ম্যাচ জেতায় বাংলাদেশের রেটিং এখন ৯১। এই জয়ের সুবাদে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ৮৮ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের আছে ৮ নম্বরে। আর ৮৭ রেটিং নিয়ে নয় নম্বরে আছে পাকিস্তান।
বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে তারা টপকে যাবে। সেই কাজটা সিরিজের প্রথম ম্যাচেই করল বাংলাদেশ। ৮৮ থেকে বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়ে গেল ৯১। ওয়েস্ট ইন্ডিজের ৮৮, পাকিস্তানের ৮৭।
বাংলাদেশের জন্য সুখবর হলো, ২-১ ব্যবধানে হারলেও তাদের রেটিং পয়েন্ট হবে ৮৯। ২-১ সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর পাকিস্তানের পর ভারতকেও বাংলাওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টও কিন্তু ৯৬।
ইংল্যান্ডকে নিয়ে না ভাবলেও চলছে। বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ র‌্যাকিংয়ে নিজেদের অবস্থান পোক্ত করার। সামনের একটা ম্যাচ জিতলে মোটামুঠি ধরে নেয়া যায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাকিংয়ের আটে থাকা দলগুলোই খেলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া