adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না চিলি

chileক্রীড়া প্রতিবেদক : রোববার কোপার ফাইনালে মুখোমুখি আয়োজক চিলি এবং চোদ্দবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা৷ এর আগে চারবার ফাইনাল খেললেও কখনও ট্রফির স্বাদ পায়নি চিলি। এবার ইতিহাস বদলাতে চায় তারা। কিন্তু স্বপ্নপূরণের পথে বড় বাধা লিওনেল মেসির আর্জেন্টিনা। একা মেসিতে রক্ষে নেই, সঙ্গে দোসর অ্যাগুয়েরো, তেভেজ, ডি’মারিয়া৷ তাতে কি?

কোনও কিছুতেই আর ভয় পাচ্ছে না চিলি৷ এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স তো তাদেরই! সেইসঙ্গে ভরা গ্যালারির সমর্থন৷তাই প্রথমবারের মতো লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরতে মরিয়া চিলি৷
সেমিফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তাতেও দমছে না চিলি৷চিলির ডিফেন্ডার ইউহেনিও মেনা বলছেন, ‘আমরা ভীত নই। মাঠে নেমে আমাদের যেটা করার সেটাই করবো৷ সামনে যত বড় প্রতিপক্ষ থাকুক না কেন, একবিন্দুও জায়গা ছাড়বো না৷ প্রতিপক্ষকে সম্মান করলেও চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নে নিজেদের নিয়েও দারুণ আত্মবিশ্বাসী মেনা। তিনি মনে করেন, যে জুটি দল এবার কোপা ফাইনাল খেলছে, সেই দুটি দলেরই এটা প্রাপ্য ছিল৷ অন্যকিছু ঘটলে, সেটাই হতো অঘটন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া