adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে উড়াল দিলেন মুস্তাফিজ ও রুবেলসহ ওয়ানডে দলের ৬ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্য রওনা হয়েছেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ৮ জুলাই ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তারা।

দেশটিতে পৌছে নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ মিঠুনরা টেস্ট দলে থাকা ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন।

টেস্ট দলে নেই কিন্তু ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে আছেন এমন ক্রিকেটারদের জিম্বাবুয়ে সফরসূচি আগেই নির্ধারণ করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনার কারণে অনেক এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হবার উপক্রম।
যে কারণে নির্ধারিত সময়ের আগেই জিম্বাবুয়ে যাচ্ছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা। পরিবর্তিত সূচিতেও দুই দল আলাদাভাবেই জিম্বাবুয়ে যাত্রা করছে। এবার দুই দলের যাত্রার ব্যবধান মাত্র ১ দিন।

গত ২৯ জুন প্রথম দফায় দেশ ছাড়েন টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। এরপর আজ (৮ জুলাই) দেশ ছাড়লেন ওয়ানডে স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার। ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজটি খেলবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে। সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। আর গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে সিরিজের একমাত্র টেস্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া