adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৈধ অস্ত্র যেভাবে অবৈধ

1_31790ডেস্ক রিপোর্ট : ৬০ হাজার বৈধ অস্ত্রের হদিস নেই। এসব অস্ত্রের মালিকরাও লাপাত্তা। পুলিশ, ডিবি, র‌্যাবের অভিযানেও পাওয়া যাচ্ছে না অস্ত্রগুলো। দীর্ঘদিন ধরে এসব অস্ত্রের লাইসেন্স নবায়নও হচ্ছে না। ফলে এক সময়কার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র এখন পুরোপুরি অবৈধ হিসেবে সর্বত্র ব্যবহৃত হচ্ছে, খাটছে ভাড়ায়। খুন-খারাবিতে ব্যবহার হচ্ছে অবৈধ হয়ে যাওয়া এ অস্ত্রগুলো। এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে। সূত্র জানায়, এসব অস্ত্রের মালিকরা বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় ভুয়া নাম-ঠিকানা, ট্রেড লাইসেন্স ও টিন নম্বর ব্যবহার করে অস্ত্রের লাইসেন্স করেছিলেন। সরকার পরিবর্তনের পর তারা নানা কারণে ঠিকানা বদল করে গাঢাকা দিয়েছেন- অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেননি। আবার বৈধ অস্ত্রের মালিকদের অনেকেই একাধিক মামলার আসামি হিসেবে পুলিশের খাতায় ফেরারি আসামি হয়েছেন। এদের বৈধ অস্ত্রগুলোই মূলত এখন অবৈধ।সূত্র মতে, দেশের ১ লাখ ৯০ হাজার ছোট-বড় বৈধ অস্ত্রের মধ্যে সরকারের হিসাবে রয়েছে ১ লাখ ৩০ হাজার অস্ত্র। হিসাব নেই বাকি আগ্নেয়াস্ত্রের। এরমধ্যে ৪৪ হাজার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয় ২০০২ সালের পর। অনুসন্ধানে জানা যায়, বিগত ছয় বছরে দাগি আসামি, চিহ্নিত খুনি-সন্ত্রাসী, ডাকসাইটে মাদক ব্যবসায়ী, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নামে দেওয়া হয়েছে সাত সহস্রাধিক অস্ত্রের লাইসেন্স।
এসব লাইসেন্সের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপিরা তদবির করেছিলেন। লাইসেন্সের সুবাদে ছাত্রনেতা বা কলেজছাত্র থেকে শুরু করে টোকাই শ্রেণির মাস্তানরাও কোমরে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছে। অন্যদিকে একই চিত্র ছিল বিএনপি সরকারের আমলেও। বিএনপির আমলে প্রায় আট হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। বৈধ অস্ত্রধারীদের বড় অংশই ছিলেন বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী এবং তাদের আত্মীয়স্বজনরা। সূত্র জানায়, ২০০২ সালের পর হদিসহীন ৪৪ হাজার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। এর মধ্যে খোদ রাজধানীতেই খোঁজ নেই প্রায় ৩৮ হাজার অস্ত্রের। ঢাকার বাইরে হদিসহীন রয়েছে আরও ছয় হাজার আগ্নেয়াস্ত্র। এ হিসাবে হদিসহীন অস্ত্রের সংখ্যা ৪৪ হাজারের বেশি। লাইসেন্সের খোলসে থাকা অবৈধ অস্ত্রগুলো এখন ছিনতাই, চাঁদাবাজি, হত্যাকা-সহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হচ্ছে বলেও প্রতিবেদনটিতে আশঙ্কা প্রকাশ করা হয়। অনুসন্ধানে জানা গেছে, আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ধারা ২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার লাইসেন্সধারী ব্যক্তিদের পিস্তল, রিভলবার, রাইফেল, বন্দুক ২০০১ সালের ১৫ জানুয়ারির মধ্যে জমার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় দফায় ২০০২ সালে অপারেশন ক্লিন হার্টের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ছাড়া সব লাইসেন্স করা অস্ত্র জমার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময় প্রথম দফায় ঢাকায় ১২ হাজার ৯১৫টি, দ্বিতীয় দফায় ১১ হাজার ২২১টি ও তৃতীয় দফায় ৯ হাজার ৫৪৫টি অস্ত্র জমা পড়ে। বা:প্র:

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া