adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না : আইসিসি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটারদের ন্যুনতম বয়সের নীতিমালা প্রবর্তন করেছে। আইসিসির প্রণিত নতুন এই নীতিমালা অনুযায়ী এখন থেকে ১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। এর আগে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটারদের অংশ নেওয়ার কোনো বয়সসীমা ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেটারদের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যুনতম বয়সের বিধিনিষেধের প্রবর্তন নিশ্চিত করেছে আইসিসি। এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটসহ সমস্ত ক্রিকেট জুড়ে প্রযোজ্য। পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের খেলতে হলে এখন সর্বনিম্ম ১৫ বছর বয়স হতে হবে।
তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে যদি কোনও সদস্য বোর্ড আইসিসির কাছে আবেদন করে তবে ১৫ বছরের কম বয়সী খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি দেয়া যেতে পারে। তবে তার জন্য সেই খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা এবং মানসিক বিকাশ এবং সুস্থতার প্রমাণ দিতে হবে।

১৯৯৬ সালে পাকিস্তানের হাসান রাজা ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়ে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারের রেকর্ড গড়েন। পাকিস্তানের হয়ে ২০০৫ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন সাতটি টেস্ট এবং ১৬টি ওয়ানডে। আর টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ১৬ বছর ২০৫ দিনে আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়েছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার। – অঅইসিসি ওয়েবসাইট/ ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া