adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টার সিনেপ্লেক্সে থ্রিডি ‘অ্যাভাটার’

বিশ্বব্যাপী অভূতপূর্ব সাড়া জাগানো ছবি ‘অ্যাভাটার’-এর থ্রিডি ভার্সন মুক্তি পেতে যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে দেশের অন্যতম এই মাল্টিপ্লেক্স সিনেমা হলে। এর আগে ছবিটির টু ডি ভার্সন মুক্তি পেয়েছিলো এখানে। এবার দর্শকদের জন্য ত্রিমাত্রিক প্রযুক্তিতে ছবিটি দেখার স্বাদ পূরণের সুযোগ করে দিচ্ছে তারা। কয়েক দশকের স্বপ্ন আর চার বছরেরও বেশি সময় নিয়ে ‘টাইটানিক’ খ্যাত পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেছেন ‘অ ছবিটি। ২০০৯ সালের ১৬ই ডিসেম্বর মুক্তির পরপরই ছবিটি জয় করে নিয়েছে কোটি দর্শকের হৃদয় এবং কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। হলিউড ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই ছবি নির্মাণে সব মিলিয়ে খরচ হয়েছে ২৩৭ মিলিয়ন ডলার। বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্যের পাশাপাশি ৮২তম একাডেমি অ্যাওয়ার্ডসে ছবিটি তিনটি ক্যাটিগরিতে পুরস্কার পায়। তার আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জিতে নেয় একাধিক পুরস্কার। পৃথিবী থেকে ৪ দশমিক ৩ আলোকবর্ষ দূরে ‘আলফা সেঞ্চুরি’ অঞ্চলে অবস্থিত ‘প্যান্ডোরা’ নামের একটি গ্রহে উপনিবেশ স্থাপন করে পৃথিবীর মানুষ। সেই প্যান্ডোরায় রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান উনোবটানিয়াম, যা উত্তোলন করা হচ্ছে। কিন্তু সেখানকার অধিবাসী ন্যাভি সমপ্রদায় তাদের সম্পদ দিতে রাজি নয়। প্রায়ই তারা তীর-ধনুক নিয়ে হামলা চালায় মেশিনগানে সজ্জিত মানুষদের ওপর। বৃথা রক্তপাত এড়ানোর জন্য মাইনিং প্রতিষ্ঠানটি ‘অ্যাভাটার প্রজেক্ট’ বলে একটি গবেষণায় অর্থলগ্নি শুরু করে। এ গবেষণার মাধ্যমে ন্যাভিদের মতো শরীর তৈরি করে তাতে একজন মানুষের আত্মা প্রবেশ করিয়ে দিতে সক্ষম হয়। বিষয়টির মধ্য দিয়ে গবেষকরা ন্যাভিদের সঙ্গে সুসম্পর্ক তৈরির ইচ্ছা থাকলেও মাইনিং প্রতষ্ঠানটি একজন সেনা সদস্যকে গবেষণায় যুক্ত করে ন্যাভিদের প্রভাবিত করার জন্য। কিন্তু সেই সেনাটি আরেক ন্যাভির প্রেমে পড়ে এবং একসময় তাদের হয়ে যুদ্ধে নেতৃত্ব দেয়। পৃথিবীবাসী মানুষ এবং প্যান্ডোরার স্থানীয় অধিবাসী ‘ন্যাভি’দের মধ্যে গ্রহটির সম্পদ লুণ্ঠনের চেষ্টা ও তার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের ঘটনা দেখানো হয়েছে ছবিটিতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া