adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে ‘নিউ লাইক বাটন’

2016_01_28_17_29_39_D7CsWPWVpk3akCocru2sVe5fqXj54Z_originalডেস্ক রিপোর্ট : ফেসবুকে ডিসলাইক বাটন চালু করার জন্য মার্ক জুকারবার্গকে অনেকেই অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ব্যবহারকারীদের অনুরোধে সাড়া না দিয়ে ভিন্ন ভাবে লাইক বাটন চালু করে ফেসবুক। এটিকে বলা হয় ফেসবুক রিঅ্যাকশন। শুরুতে এই সুবিধা কেবলমাত্র অল্প কয়েকটি দেশে চালু হয়। অবশেষে নিউ লাইক বাটন সবার জন্য উন্মুক্ত হচ্ছে। 

ফেসবুকের নতুন এই লাইক বাটনে ছয়টি ইমোজি রয়েছে। এগুলো হলো অ্যাংগি, স্যাড, ওয়াও, হাহা, ইয়া এবং লাভ। এই ছয়টি ইমোজি ব্যবহারের সুবিধা এতদিন স্পেন, আয়ার‌ল্যান্ডে চালু হয়। এরপর একে একে চিলি, ফিলিপাইন, পর্তুগাল, কলোম্বিয়া এবং যুক্তরাষ্ট্রে চালু হয়। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে. অবশেষে এই সুবিধা সাড়া বিশ্বের মানুষের জন্য চালু হতে যাচ্ছে। 

ঐ প্রতিবেদনে বলা হয়, এই ছয়টি বাটন চালুর ব্যাপারে ফেসবুক সমাজবিজ্ঞানীদের সঙ্গে একত্রে কাজ করে। তাদের পরামর্শ মতে ফেসবুক বাটন গুলো চালু করে। এতে করে ফেসবুক ব্যবহারকারী তাদের মনের অনুভূতি যথাযথভাবে প্রকাশ করতে পারবে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া