adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী-যুবলীগ সংঘর্ষে আহত ৬

index_94707ডেস্ক রিপোর্ট : রাজশাহী নগরীতে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ বায়া ভুগরইল এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নগরীর উপকণ্ঠ নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মকছেদ আলী, যুবলীগ কর্মী নতুন, শামীম ও আসগর। এদের মধ্যে আহত যুবলীগ কর্মী নতুন নওহাটা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ভাগ্নে।

প্রত্যদর্শীরা জানান, রাতে ভুগরইল মোড়ে আওয়ামী লীগ নেতা মকছেদ আলীর সঙ্গে যুবলীগ কর্মী নতুনের বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে দুরে মধ্যে সংঘর্ষ বাধে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর উপকণ্ঠ বায়া স্কুল অ্যান্ড কলেজে শিক নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ নেতা মকসেদ আলীর সঙ্গে যুবলীগ কর্মী নতুনের বিরোধ চলে আসছিলো। এনিয়ে রোববার সন্ধ্যায় বাকবিতন্ডার এক পর্যায়ে মকসেদ আলীর লোকজনের উপর হামলা চালায় নতুন গ্রুপের লোকজন। এরই জের ধরে সোমবার ওই সংঘর্ষ বাধে। এ নিয়ে ওই দুপরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

তিনি আরো বলেন, এ নিয়ে কোন পই এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া