adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোহরওয়ার্দী উদ্যানের অনুমতি না পেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ

hanif_97183নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে দলীয় কার্যালয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করবে সরকারি দল আওয়ামী লীগ।

আজ ৩ জানুয়ারি রোববার বিকালে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

হানিফ দাবি করেন, তারা ৩০ ডিসেম্বর ডিএমপির কাছে অনুমতি চেয়েছেন। সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবেন বলে তারা এখনও আশা করছেন।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ আখ্যা দিয়ে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে একইদিনে ওই স্থানেই সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দুই দলই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে তারা কোনো দলকেই সমাবেশের অনুমতি দেবে না। এ ব্যাপারে ডিএমপির সিদ্ধান্ত আজ বিকালে জানানোর কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া