adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একই দিনে যুক্তরাষ্ট্রে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি কলেজে এবং একই দিনে মিনেসোটার একটি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী এবং দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনায় ২৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থল ব্রিজওয়াটার কলেজটি রাজধানী ওয়াশিংটন থেকে আড়াই ঘণ্টার দূরত্বে। খবর- এএফপি, এনডিটিভি।

টুইট বার্তায় ভার্জিনিয়া পুলিশ জানায়, একটি কলেজে দুই নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দেহভাজন হামলাকারী। এর পরেই আলেক্সান্ডার ওয়াচ ক্যাম্পবেল নামে ২৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আলেক্সান্ডার ওয়াচ ক্যাম্পবেলকে আহত অবস্থায় পায় পুলিশ। তবে তিনি নিজের গুলিতে নাকি পুলিশের গুলিতে আহত হয়েছেন সে বিষয়টি নিশ্চিত নয় তারা।

২১ বছর বয়সী শিক্ষার্থী কেসি ট্রুসলো সংবাদ মাধ্যমকে জানান, ভবনের বাহির থেকে পর পর কয়েকটি গুলির শব্দ আসে। দ্বিতীয় বার গুলির শব্দ হলে তারা শুয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা এ অবস্থায় কাটে তাদের।

এ ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তা হচ্ছেন জন পেইন্টার এবং জে. জে. জেফারসন।

পুলিশ জানায়, মিনেসোটার রিচফিল্ডে ঘটা অপর একটি গুলির ঘটনায় এক শিক্ষার্থী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম জামারি রাইস। তার বন্ধুরা শনাক্ত করেন জামারিকে। ঘটনার পর সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া