adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদ উল্লাহ রিয়াদ ইমাম- মাঠেই নামাজ আদায় করলেন ক্রিকেটাররা

namazস্পাের্টস ডেস্ক : নামাজ। আত্মশুদ্ধির জন্য বড় ব্যাপার। শুধু তাই নয়, যে কোনো কাজে মনোযোগ বাড়াতেও এর জুড়ি নেই। বাংলাদেশ ক্রিকেট দলে এখন অনেক নামাজী খেলোয়াড়। অনুশীলন বা ম্যাচের সময়ও নামাজের কথা ভোলেন না তারা। এই তো ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল রোববার প্রথমবারের মতো দেখলো একটি দৃশ্য। তাদের মাঠে নামাজের সময় হতেই গোটা টাইগার দলই দাঁড়িয়ে গেলেন নামাজে। জামাতের সেই নামাজে ইমাম থাকলেন মাহমুদউল্লাহ।

পরের দিন ম্যাচ। সময় কম। তার আগে অনুশীলনটা ঐচ্ছিক থাকে। কিন্তু টাইগাররা সবাই সিরিয়াস। ভিন্ন কন্ডিশন। যেখানে আগে কখনো ম্যাচই জেতা হয়নি। ম্যাচ জেতার জন্য ভাগ্যটা যেমন জরুরী, পারফরম্যান্সের সাথে মনোসংযোগের ব্যাপারটাও কম গুরুত্বের নয়।

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শত ব্যস্ততাতেও তাহাজ্জুদ নামাজও ছাড়েন না। মুশফিক-মাহমুদউল্লাহরাও নামাজে সবসময় মনোযোগী। তামিম ইকবালও একই পথের পথিক। আর সফল একটা দল সব কিছু প্রায় সময় একই সাথে করে থাকে। তাতে দল হিসেবেও গড়ে ওঠার পথে ভিন্ন কাজ হয়। গেল দুই বছরের সাফল্যে পরিশ্রম, একাত্মতা, পারফরম্যান্স সবকিছুই জড়িত। কিন্তু প্রার্থনাও তো জরুরী। সেটা যে কোনো ধর্মের মানুষই হোন না কেন আপনি। বাংলাদেশ দলের অধিকাংশ মুসলিম। স্রষ্টার কাছে আত্মনিবেদন করে তাই আত্মবিশ্বাসটাও একটা জায়গায় পৌঁছায় নিশ্চয়ই।

আগে বিভিন্ন সময়ে পাকিস্তান বা আফগানিস্তানকে এভাবে মাঠে জামাতে নামাজ আদায় করতে দেখা গেছে। কিন্তু এবার প্রকাশ্যে টাইগাররাই খেলার মাঠে কাবামুখী হলেন। যেমনটা রোজ তারা হন। কিন্তু জামাতে নামাজ আদায় করার ফল ধর্মেও বলে একা পড়ার চেয়ে অনেক বেশি কার্যকর। আর কিছু ঘণ্টা পেরুলেই নিউজিল্যান্ডের সাথে ৩ ওয়ানডের প্রথম ম্যাচ। সাফল্যের মধ্যে থাকা টাইগারদের এই একাত্মতা মাঠ ও মাঠের বাইরে নিশ্চয়ই 'টিম টাইগার' হিসেবে গড়ে তুলেছে তাদের।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া