adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণ জয়, ইতিহাসে নীরজ চোপড়া

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে ভারতকে স্বর্ণ উপহার দিলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সুবাদে ইতিহাসে ঢুকে গেলেন তিনি। নীরজের হাত ধরেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই প্রথম স্বর্ণ পদক জিতল ভারত।

শনিবার (৭ আগস্ট) টোকিওতে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্বে ছুড়ে স্বর্ণ নিশ্চিত করেন নীরজ। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের দুজন। ৮৬.৬৭ মিটার পার করে দ্বিতীয় হয়েছেন ইয়াকুব বাদলেই। তৃতীয় হওয়া ভিতেসস্লাভ ভিসেলি পার করেছেন ৮৫.৪৪ মিটার।

অলিম্পিকে একক কোনো ইভেন্টে স্বর্ণ জেতা ভারতের দ্বিতীয় অ্যাথলেট নীরজ। তালিকার প্রথম স্থানে আছেন অভিনব বিন্দ্রা। ২০০৮ আসরে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন অভিনব বিন্দ্রা।

এদিনের আগ পর্যন্ত অলিম্পিকে মাত্র ৯টি স্বর্ণ ছিল ভারতের। এর মধ্যে আটটি ছিল হকিতে (দলগত স্বর্ণ)। অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যেকোনো ইভেন্টে সোনা দূরে থাক, এর আগে কখনোই পদক জেতেনি ভারত। – জি নিউজ/ দেশরূপান্তর

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া