adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

1441943487Hasina_PM-mtnews24নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতিসংঘের ৭০ তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে অধিবেশনের চূড়ান্ত প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে দফতরের কর্মকর্তারা। এরইমধ্যে ১৯৬টি সদস্য রাষ্ট্রের সরকার প্রধান ও প্রতিনিধিদের ভাষণের দিনণও নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ অধিবেশনের কর্মপন্থা নিয়েও আলোচনা হয়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে এবার ১৫৯ জন রাষ্ট্র ও সরকার প্রধান ভাষণ দেবেন। উদ্বোধনী অধিবেশনের প্রথম পর্বে ভাষণ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বর। 

এছাড়া অধিবেশনের প্রথম দিন রাশিয়া, ইরানসহ ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ভাষণ দেবেন। আর দ্বিতীয় দিন ৩৮টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান, তৃতীয় দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশসহ ৩৮টি, চতুর্থ দিন ৩৭টি, পঞ্চম দিন ২৭টি এবং ৬ষ্ঠ ও সমাপনী দিনে অর্থাৎ ৩ অক্টোবর ২১টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ অধিবেশনে ভাষণ দিবেন।

এদিকে অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে অংশ নিতে এ কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনের বাইরে সাইড লাইনে বেশ কয়েকটি দ্বি-পাকি বৈঠক করবেন। তবে যেসব দেশের সঙ্গে দ্বিপাকি বৈঠক হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।

জানা গেছে, জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণে নারীর মতায়নে বাংলাদেশের অগ্রগতি, দারিদ্র বিমোচন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অবদানসহ বেশ কিছু বিষয় উঠে আসবে।
এদিকে শেখ হাসিনার জাতিসংঘের ৭০তম সাধারন অধিবেশনে যোগদান উপল্েয যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। সেখানে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদানের কথা রয়েছেন।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া