adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ড প্রতিযোগী নিখোঁজ

বিনোদন ডেস্ক : মিস হন্ডুরাস ওয়ার্ল্ড ২০১৪ মারিয়া হোসে আলভারাদো ও তার বোন সোফিয়া ত্রিনিদাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হন্ডুরাসের সুন্দরী প্রতিযোগিতার আয়োজক এদুয়ার্দো জাবলা এক বিবৃতিতে জানান, ১৩ নভেম্বর থেকে দুই বোন নিখোঁজ। হন্ডুরাসের পশ্চিমাঞ্চল সান্তা বারবারায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে একটি গাড়িতে চড়ার পর থেকেই উধাও মারিয়া ও সোফিয়া। ওই গাড়ির কোনো লাইসেন্স প্লেট ছিল না। তবে ১৫ নভেম্বর পর্যন্ত পুলিশের কাছে এ তথ্য জানানো হয়নি। এ ঘটনায় সোফিয়ার প্রেমিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সান্তা রোসা ডি কোপানের ১৯ বছর বয়সী তরুণী মারিয়া নিজ দেশের ১৮ সুন্দরীকে হটিয়ে ২৬ এপ্রিল মিস হন্ডুরাস ওয়ার্ল্ড ২০১৪ নির্বাচিত হন। ফলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস হন্ডুরাস হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামী সপ্তাহে লন্ডনে ১২০টি দেশের সুন্দরীদের নিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। ১৪ ডিসেম্বর ফাইনালে বিজয় মুকুট জেতার জন্য মুখোমুখি হবেন সুন্দরীরা। ভবিষ্যতে কূটনীতিক হওয়ার ইচ্ছা মারিয়ার। অবসরে তার ভালো লাগে ভলিবল ও ফুটবল খেলতে। তার নিখোঁজ হওয়ার পেছনে অপরাধজগতের হাত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কারণ হন্ডুরাসের সান পেড্রো সুলা বিশ্বের অন্যতম সন্ত্রাসবাদী শহর হিসেবে পরিচিত। কফি রপ্তানির দেশটিতে প্রতিদিন গড়ে তিনটি করে খুনের ঘটনা ঘটে সেখানে। বস্তি ও গ্রামাঞ্চলে যার কাছে অস্ত্র আছে সে-ই রাজত্ব করে। দুর্নীতিবাজ পুলিশের কারণে সেখানে অপরাধ সংঘটিত হয় সহজেই।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া