adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে দুটি জয় নিয়ে দেশে ফিরলেন ক্রিকেটাররা, বিসিবির কেউ ছিলেন না বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক: ছাব্বিশ বছর আগে ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছিলো বাংলাদেশ। তখন থেকেই ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের বলতে শুনেছি জয় পরাজয় বড় কথা নয়, দ্বিপাক্ষীক টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপের আসরে অংশ নেওয়াই বড় কথা। এরপর বলা হয়েছে, রেজাল্ট যাই হোক পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করতে হবে। এই দীর্ঘ সময়ের পরেও একই স্লোগানের বৃত্তেই যেনো আটকে আছে বিসিবি।

বিশ্বকাপের জন্য ভারতে এক মাসের সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দল রোববার সকালে ঢাকায় ফিরেছে। সঙ্গে নিয়ে এসেছে দুটি জয়। বিশ্বকাপে অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের। কিন্তু মন ভরেনি বিসিবি কর্মকর্তাদের। তাই গোস্বা করে আছেন। দলকে অভ্যর্থনা জানাতে বিসিবি থেকে বিমানবন্দরে কেউই যাননি।

অন্য কোনো সময় হলে বিমানবন্দরে সাজ সাজ রব পড়ে যেতো। নিরাপত্তা কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষের বাড়তি কর্ম ব্যস্ততা, মিডিয়ার উৎসুক উপস্থিতি বিরাজ করতো। শুধু তাই নয়, বাইরে শত শত ভক্ত ও সমর্থক ফুলের তোড়া, মালা নিয়ে উন্মুখ অপেক্ষার প্রহর গুনতো।
কিন্তু রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসবের কিছুই ছিল না। এতটুকু হইচই ছিল না। বিমান বন্দরে বোঝাই যায়নি যে টিম বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেশে ফিরে এসেছে। শুধু প্রটোকল ম্যানেজার ওয়াসিম খানই জাতীয় দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান।

অধিনায়ক সাকিব আল হাসান আঙ্গুলে ব্যথা পেয়ে আগেই দেশে ফিরে এসেছেন। পুনে থেকে জাতীয় দলের বাকি সদস্যরা বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন। দলের সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরেছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে দেয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, প্রধান সহকারি কোচ নিক পোথাস, ফিল্ডিং কোচ নিক লি, ট্রেনার শন ম্যাকডরমট, টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনের কেউ দলের সঙ্গে ঢাকায় ফিরে আসেননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া