adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে ড্রেসিংরুমে তালা লাগিয়ে টাইমড আউট করে দাও, পাকিস্তান ক্রিকেট দলকে ওয়াসিম আমরাম

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের পর পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষই বলা চলে। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেরা চারে তাদের খেলার সুযোগ কেবল কাগজে কলমেই টিকে আছে। শনিবার বাবর আজমরা ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে। এই ম্যাচে তাদের জিততে হবে হয় ২৮৭ রানে কিংবা ২৮৪ বল হাতে রেখে, যা অসম্ভব। তবে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে অদ্ভুত পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। – বাংলাট্রিবিউন

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচ দারুণ জয় পেলেও টানা চারটি হারে খাদের কিনারায় পড়ে তারা। এরপর আবার পরপর দুটি জয়ে তাদের শেষ চারের স্বপ্ন উজ্জ্বল হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ায় কঠিন ও অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।

বেঙ্গালুরুতে ব্ল্যাক ক্যাপরা শ্রীলঙ্কাকে হারিয়ে ১০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে। তারা দুই পয়েন্টে পেছনে ফেলেছে পাকিস্তান ও আফগানিস্তানকে। আগামীকাল শনিবার কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর আজ শুক্রবার আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৮ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে থাকা দুই দলেরই সেমিফাইনালে খেলার সুযোগ আছে। কিন্তু নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে তাদের পার হতে হবে অসম্ভব এক কঠিন পথ।
নিউজিল্যান্ডের নেট রান রেট ০.৭৪৩, পাকিস্তানের ০.০৩৬। নেট রান রেটে কিউইদের পেছনে ফেলতে হলে বাবরদের কঠিন পথ পাড়ি দিতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামলে তাদের জিততে হবে ২৮৭ কিংবা ২৮৮ রানে। আর যদি বোলিং নেয়, তবে জেতা লাগবে ২৮৪ বল হাতে রেখে।
আকরাম বলেছেন, গাণিতিকভাবে এটা সম্ভব। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ব্যাট করা উচিত এবং রান করতে হবে। তারপর ড্রেসিংরুমে ইংল্যান্ড দলকে তালা লাগিয়ে দিতে হবে এবং টাইমড আউট করতে হবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ থেকে ক্রিকেট বিশ্বে আলোচিত বিষয় টাইমড আউট। ক্রিকেট ইতিহাসে প্রথমবার এই আউট হন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর দুই মিনিটের মধ্যে ক্রিজে দাঁড়িয়ে বোলারের মুখোমুখি হননি তিনি। সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া