adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাককালামের শততম ম্যাচে ধুঁকছে নিউজিল্যান্ড

AUSTRALIAস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বোলিং তোপে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ১৮৩ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।  দিন শেষে অজিদের সংগ্রহ তিন উইকেটে ১৪৭ রান (৪০ ওভার)। বলা বাহুল্য, ব্রেন্ডন ম্যাককালামের শততম টেস্টের শুরুতেই যেন ধুঁকছে ব্ল্যাক ক্যাপসরা।

প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা একশটি টেস্ট ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ম্যাককালাম। এ কীর্তি যে আর কোনো খেলোয়াড়েরই নেই। ১০৬টি টেস্ট খেলা এবি ডি ভিলিয়ার্স ‘সেঞ্চুরি’র প্রহর গুণছেন। দক্ষিণ আফ্রিকার শেষ ৯৮ টেস্টেই দলে ছিলেন এবি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

কিন্তু, ব্যাটিংয়ে নেমে হ্যাজেলউড-সিডল-লিওনের বোলিংয়ের সামনে কেউই লম্বা ইনিংস খেলতে পারেননি। ৯৭ রান তুলতেই সাত উইকেট হারায় কিউইরা। যেখানে শেষ তিন উইকেটে আসে ৮৬ রান। সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন মার্ক ক্রেইগ। 

দীর্ঘদিন পর টেস্টে ফেরা কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ৩৮ রান। আর মাইলফলকের ম্যাচের প্রথম ইনিংসে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন অধিনায়ক ম্যাককালাম। এছাড়া ওপেনার মার্টিন গাপটিল ১৮, কেন উইলিয়ামসন ১৬, বিজে ওয়াটলিং ১৭ ও ট্রেন্ট বোল্ট ২৪ রান করেন। শেষ পর্যন্ত ৪৮ ওভারে ১৮৩ রানে স্বাগতিকদের ইনিংস থেমে যায়।

অজিদের হয়ে একাই চারটি উইকেট দখল করেন জস হ্যাজেলউড। তিনটি করে উইকেট নেন পিটার সিডল ও অফস্পিনার নাথান লিওন।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাঁচ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে অজিরা। তবে তৃতীয় উইকেটে ১২৬ রানের পার্টনারশিপ গড়েন দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথ (৭১)।

ব্যক্তিগত ৫৭ রানে অপরাজিত থাকা খাজা যেন গত বছরের ফর্মটাই ধরে রাখছেন। ২০১৫ সালে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় ছিল ১২৬! পাঁচ ইনিংসে ব্যাট করে তিন সেঞ্চুরিতে করেছিলেন ৫০৪ রান। তার ইনিংসগুলো ছিল এরকম- ১৭৪, ৯ অপরাজিত, ১২১, ১৪৪ ও ৫৬।

খাজার সঙ্গে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন সাত রানে অপরাজিত থাকা অ্যাডাম ভোজেস।

কিউইদের হয়ে জো বার্নস (০) ও ডেভিড ওয়ার্নার (৫) দু’জনকেই ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন টিম সাউদি। আর অফস্পিনার মার্ক ক্রেইগের কট এন্ড বোল্ডের শিকার হন স্মিথ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া