adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে পালাল চালক

a-a-a-aআন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে ব্যাংক অফ ইন্ডিয়ার ১ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে  চালক। ব্যাংকের কেজি রোড শাখায় এমনই ঘটনা ঘটেছে।
২৩ নভেম্বর বুধবার বেলা দুটো থেকে তিনটের মধ্যে ২ ব্যাংক কর্মী ও এক নিরাপত্তারক্ষী এটিএমে ভরার জন্য ১ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে আসেন। কিন্তু মুহূর্তের অসতর্কতায় এত বড় ঘটনা ঘটে যাবে কেউই ভাবেননি।

ভ্যানটি অবশ্য স্থানীয় বসন্তনগর এলাকা উদ্ধার করা হয়েছে। তাতে পড়ে ছিল ৪৫ লাখষ টাকা। কিন্তু বাকি ৯২ লাখষ টাকা সহ চালক, ৪৫ বছরের ডোমিনিক সেলভারাজের কোনও খবর নেই। পুলিশ জানিয়েছে, টাকার মধ্যে ছিল শুধু নতুন ২,০০০ টাকা ও ১০০ টাকার নোট। ওদিনই স্থানীয় দুটি ব্যাংক থেকে তোলা হয়েছিল ওই টাকা।
পুলিশ জানিয়েছে, চারটি দল গড়ে পলাতক চালকের খোঁজে নেমেছে তারা। ডোমিনিক আগে থেকেই টাকা চুরির ছক কষেছিল বলে তারা মনে করছে। কোন রাস্তা দিয়ে পালাবে, তাও আগে থেকে ঠিক করে রেখেছিল সে। সিসিটিভি দেখে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
বেঙ্গালুরুর সবকটি পুলিশ স্টেশনকে সতর্ক করা হয়েছে এ ব্যাপারে। অন্ধ্র ও তামিলনাড়ু সীমানায় নজরদারিও বাড়ানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া