adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘সারাদেশে বিদ্যুত সংযোগ ২০১৮ সালের মধ্যে’

বিদ্যুৎ001 ২০১৮ সালের মধ্যে সারাদেশে বিদ্যুৎ সংযোগনিজস্ব প্রতিবেদক : জ্বালানি, বিদ্যুত ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সারাদেশে সব গ্রামপর্যায়ে বিদ্যুত সংযোগ দেয়া হবে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরো ২৬ হাজার মিটার আনা হচ্ছে।
গ্রাহকদের দ্রুত বিল জমা এবং কতো ইউনিট বিদ্যুত খরচ হয়েছে তা জানা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৪ বছরের মধ্যে সারাদেশের সব বিদ্যুত ইউনিটকে ডিজিটালে রূপান্তর করা হবে। গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে বিল জমা ও অন্যান্য বিষয় দ্রুত জানতে পারবে।’
বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত ভবনে বিদ্যুত বিভাগ আয়োজিত আগামী দিনের গ্রাহক সেবার মানোন্নয়ন, গ্রাহকদের অভিযোগ ও গণশুনানি বিষয়ক এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ৩ হাজার মেগাওয়াট বিদ্যুত নিয়ে কাজ শুরু করি। বর্তমানে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদন করতে সক্ষম হচ্ছি। আগামীতে ২০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। বিদ্যুৎ বিভাগ আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২০১৮ সালের মধ্যে সারাদেশে বিদ্যুত সংযোগ। নসরুল হামিদ বলেন, ‘সুষ্ঠু ও পরিকল্পিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি। সাশ্রয়ীভাবে জ্বালানি প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন।’
গণশুনানি অনুষ্ঠানে বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘আগামী ২০১৮ সালের মধ্যে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সংযোগ দেয়া হবে। এবং ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে ৬০ ভাগ কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে।’
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার মঈন উদ্দীন বলেন, ‘গত ৫ বছরে ৫১ হাজার মাইল লাইনে পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। গত বছর ১৮ হাজার মাইল লাইনে সংযোগ দেয়া হয়েছে এবং চলতি বছরে ২০ হাজার মাইল লাইনে দেয়া হবে।’
এ সময় বিদ্যুত প্রতিষ্ঠান বিআরসির সদস্য সেলিম মাহমুদসহ ডিপিসিডির চেয়ারম্যান, ডেসকো, ডেসা, বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া