adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে শত্রু বলার একদিন পরই সুর পাল্টালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়ার জন্য নানা নাটকীয়তার পর গত বুধবার ভারতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় ৭ বছর পর প্রতিবেশি দেশটিতে পা রেখেছে তারা। বাবর আজমরা ভারতে পৌঁছার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ বলেছিলেন, ভারত শত্রু দেশ। তাই বাবরদের উচিত আত্মবিশ্বাস চূড়ায় রাখা।

বুধবার পাকিস্তানের ক্রিকেটাররা হায়দরাবাদ বিমান বন্দরে অবতরণ করে। বাবর আজমদের ভারতে যাওয়ার ব্যাপার নিয়ে বলতে গিয়ে জাকা আশরাফ গণমাধ্যমের সঙ্গে বলেন, পাকিস্তানের আত্মবিশ্বাস উঁচুতে রাখা উচিত। কারণ তারা আমাদের শত্রু দেশে অবস্থান করছে। আমাদের উচিত তাদের পূর্ণ সমর্থন দেওয়া, যাতে ওরা ভালো খেলতে পারে।

ভারতে পৌঁছার পর বিমান বন্দরে উষ্ণ অভ্যার্থনা পায় পাকিস্তান ক্রিকেট দল। তাদের সাদরে বরণ করে নেয় ভারত। কিন্তু পিসিবি প্রধানের মন্তব্যে ফুঁসছিলেন দেশটির ক্রিকেট সমর্থকরা। জাকা আশরাফও একদিন পর শুক্রবার মত পাল্টিয়েছেন। তার মতে, ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী।
পিসিবি প্রকাশিত এক ভিডিওতে আশরাফ বলেন, আসলে ভারত ও পাকিস্তান ঐতিহ্যগতভাবে প্রতিদ্বন্দ্বী।
ওই ভিডিওতে আশরাফ বাবর আজমদের ভালো পারফরম্যান্স করার জন্যও আহ্বান করেছেন। তিনি বলেছেন, পুরো টুর্নামেন্টজুড়েই যেন পাকিস্তান ভালো খেলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া