adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের প্রকল্প সহায়তা কমায়নি বিশ্বব্যাংক

তোফাজ্জল হোসেন : দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের একটি প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হ্রাস হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। 
গতকাল রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো.শওকত হোসেন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান। 
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট জাতীয় সংসদের মাধ্যমে বরাদ্দ দেয়া হয়। বিশ্বব্যাংক কমিশনের একটি মাত্র প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। যা অদ্যাবদি অব্যাহত আছে। এক্ষেত্রে কোনো সহায়তা হ্রাস করেনি সংস্থাটি। 
একেএম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, জেলা পরিষদ নির্বাচন এখনই হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেলা পরিষদ আইন, ২০০০ এর ১৯ ধারার (ক) উপধারা অনুসারে পরিষদ প্রথমবার গঠণের ক্ষেত্রে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারন করবে সেই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এ সংক্রান্ত প্রজ্ঞাপন নির্বাচন কমিশন পায়নি। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া