adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পালটাপালটি অভিযোগ তুলল স্যামসাং ও অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক : দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপল সম্প্রতি আবার পেটেন্ট নিয়ে আইনি যুদ্ধ শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদালতে এ দুটি প্রতিষ্ঠান একে অন্যের বিরুদ্ধে তাদের পেটেন্ট ভঙ্গের অভিযোগ করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।বিশ্বের বিভিন্ন দেশের আদালতে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল পেটেন্ট নিয়ে পরস্পরের বিরুদ্ধে বহু মামলায় লিপ্ত আছে। এতে নতুন মাত্রা যোগ করল সর্বশেষ এ মামলাটি।  এতে ডিজাইন ও  ফিচারের পেটেন্ট ভঙ্গের অভিযোগ করা হয়েছে।এর আগে দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ফেডারাল জুরি জানিয়েছিলেন, স্যামসাং অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেছে। তারপর স্যামসাংকে অ্যাপলের অনুকূলে ৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। সোমবার শুরু হওয়া নতুন আইনি লড়াইয়ে অ্যাপল আবার অভিযোগ করেছে, স্যামসাং তাদের নতুন পণ্যে অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে, গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাবলেট।তবে পাল্টা অভিযোগে স্যামসাং জানিয়েছে, অ্যাপলের আইফোন ও আইপ্যাডে স্যামসাংয়ের দুটি আইডিয়া চুরি করেছে অ্যাপল।স্যামসাংয়ের আইনজীবী লিখেছেন, স্যামসাংয়ের বিভিন্ন উদ্ভাবন অ্যাপল তাদের আইফোন, আইপড ও আইপ্যাডে নকল করেছে।অন্যদিকে অ্যাপলের আইনজীবী লিখেছেন, পার্সোনাল কম্পিউটিং ডিভাইসের মাধ্যমে বাজারে বিপ্লব এনেছে অ্যাপল।তিনি আরো বলেন, অন্যদিকে স্যামসাং নিয়মিত অ্যাপলের উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য, ফিচার ও ডিজাইনগুলো নকল করছে এবং পেটেন্ট ভঙ্গকারী সেসব ডিভাইস দিয়ে বাজার সয়লাব করে ফেলেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া