adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন জস বাটলার: জ্যাক ক্যালিস

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এদিকে বিশ্বকাপ নিয়ে ভবিষৎবাণী এবং মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা। এবার সেই তালিকায় নাম লেখালেন সাউথ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস। তার মতে ভারতের কন্ডিশনে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নেয়ায় বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ক্রিকফ্রেঞ্জি

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামবে ইংল্যান্ড। যেখানে দলটির অধিনায়ক বাটলারের উপর ক্রিকেট ভক্তদের থাকবে বাড়তি প্রত্যাশা। তার মারকুটে ও দক্ষ ব্যাটিং স্টাইল ইংল্যান্ডের জন্য দারুণ ভূমিকা রাখবে। যেমনটি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়েও অবদান রেখেছিল।

ইংল্যান্ডের জার্সিতে ২০১২ সালে অভিষেক হওয়া বাটলারের এখন পর্যন্ত ১৬৫ ম্যাচে ৪১.৪৯ গড়ে ৪৬৪৭ রান করেছেন। দ্যা হান্ড্রেডেও ব্যাট হাতে ভালোই সময় কাটাচ্ছেন তিনি। সেখানে ৭ ম্যাচে ৪২.৫৭ গড়ে করেছেন ২৯৮ রান। করেছেন দুটি হাফ সেঞ্চুরি। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ভালো খেলেছেন তিনি।

আইপিএলের শেষ মৌসুমে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেখানে ১৩ ম্যাচে ৬০.২৩ গড়ে করেছিলেন ৭৮৩ রান। ভারতের কন্ডিশন নিয়ে বেশ ভালো ধারনাই রয়েছে বাটলারের। ফলে ক্যালিস মনে করছেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ায় সেখানে ভালো করবেন ইংলিশ অধিনায়ক।
ক্যালিস বলেন, ‘আমি মনে করি জস বাটলারই হতে যাচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহক। আমি একটু ভিন্ন রকম চিন্তা থেকে এটা মনেকরি, আমার মনেহয় সে এই কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে। আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড ভালো করবে। এছাড়া আমার মতে বাটলার হতে যাচ্ছেন এমন একজন যিনি টুর্নামেন্টে ভালো করবেন।’
আইপিএলে বাটলার ভালো করলেও ইংল্যান্ডের জার্সিতে ভারতের মাটিতে তার পরিসংখ্যানটা ব্যর্থতায় মোড়ানো। এখন পর্যন্ত বিশ্বকাপের আয়োজক দেশটিতে ইংলিশ অধিনায়ক ওয়ানডে খেলেছেন ৮টি। যেখানে ৭ ইনিংসে ১১.৮৫ গড়ে মোটে ৮৩ রান করেছেন তিনি। সম্পাদনা: এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া