adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ১১ কার্যদিবস উত্থান – ডিএসইর লেনদেন ও সূচক ৮ মাসের সর্বোচ্চ অবস্থানে

dse-cseডেস্ক রিপাের্ট : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে। একইসাথে মূল্য সূচকে টানা ১১ কার্যদিবস উত্থানে ১৩৬.৪৯ পয়েন্ট বেড়েছে। এতে বাজারটির প্রধান সূচক ডিএসইএক্সও গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

২১ সেপ্টেম্বর বুধবার ডিএসইতে ৬১৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৮ মাস বা চলতি বছরের ২১ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ। এছাড়া আগের কার্যদিবসের থেকে ৭৮ কোটি ৬ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এদিকে বুধবারের (২১ সেপ্টেম্বর) লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.০২ পয়েন্ট বেড়ে ৪৬৬০.৪৩ পয়েন্ট উঠে এসেছে। যা গত ৮ মাস বা চলতি বছরের ২১ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ।

গত ৩১ আগস্ট থেকে ডিএসইর সূচক টানা উত্থানে রয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ১১ কার্যদিবসের মধ্যে ঈদ-উল আযহার আগে ৭ কার্যদিবস ও পরে ৪ কার্যদিবস উত্থান হয়েছে।

এদিন ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গারবিডি।

লেনদেনে এরপর রয়েছে- বিএসসিসিএল, ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক ও কেডিএস এক্সেসরিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ২৬.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৭১৪.৮০ পয়েন্টে। এদিন সিএসইতে ৩২ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া