adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের অর্থনীতিতে লুটপাট চলছে : কাজী জাফর

নিজস্ব প্রতিবেদক :  দেশের অর্থনীতিতে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পাটির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে উত্তর কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী কিম ইল সুং এর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।কাজী জাফর বলেন, অর্থনীতিতে লুটপাট চলছে। পাকিস্তান আমলে এ লুটপাট চালিয়ে ছিল ২২ পরিবার। আর স্বাধীন বাংলাদেশে সেই ২২ পরিবারের ২২ হাজার  প্রেতাত্মারা দেশের অর্থনীতিতে লুটপাট চালাচ্ছে।উপজেলা নির্বাচন প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর বলেন, উপজেলা নির্বাচন ৫ জানুয়ারির নির্বাচনের চেয়ে অনেক বেশি ভয়াবহ। উপজেলা নির্বাচন ছিল কারচুপি, জাল ভোট, কেন্দ্র দখল  আর ক্ষমতার অপপ্রয়োগের।উত্তর  কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী কিম ইল সুং সম্পর্কে তিনি বলেন, কিম ইল সুং একজন জীবন্ত কিংবদন্তী ছিলেন। মার্কিন সাম্রাজ্যবাদকে কোরিয়ার মাটি থেকে বিতাড়িত করেছিলেন তিনি। আদর্শগত কারণে তার নাম সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছে।এ সময় কিম ইল সুং এর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি মন্থন করেন কাজী জাফর আহমেদ। সেমিনারে অন্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রী সং হায়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া