adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানকে হারাতে অনেক ঘাম ঝড়াতে হলো পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর আফগানিস্তানকে হারাতে পেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। শেষ ওভারের নাটকীয়তায় ১ উইকেটে জয় পেয়েছে বাবর আজমের দল। আফগানদের দেয়া ৩০১ রানের টার্গেট ১ বল হাতে রেখে জয় পায় তারা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিলো পাকিস্তান।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার হাম্বানটোটায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ডাবল সেঞ্চুরি যোগ করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। গুরবাজ ১৫১ ও জাদরান ফেরেন ৮০ রানে। পরে মোহাম্মদ নবীর ২৯ ও হাশমতউল্লাহ শহীদির অপরাজিত ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও দ্রুতই ম্যাচ বাঁচানোর লড়াই চালায় পাকিস্তান। ইমাম-উল-হক খেলেন সর্বোচ্চ ৯১ রানের ইনিংস। এছাড়া, বাবর আজমের ৫৩ ও শেষ দিকে শাদাব খানের ৩৫ বলে ৪৮ রানে ভর করে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। ১ উইকেটের রোমাঞ্চকর এই জয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন শাদাব খান।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতেও পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনি¤œ স্কোর ৫৯ রানে অলআউট হয়ে গেছিল তারা। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা ৬ ওয়ানডের সবকটিতেই হারল মুজিব-রশিদরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া