adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার

GOLDনিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

৬ আগস্ট রােববার সকালে এই  স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাতে এক যাত্রীর কাছ থেকে ২৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ নং ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার প্রায় মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ব্যাপারে বেলা ১১টায় বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটের যাত্রী মো. জামিল আক্তারের কাছ থেকে জব্দ করা হয় প্রায় ২৫ কেজি ওজনের ২৫০টি স্বর্ণের বার। তিনি রোগী সেজে হুইল চেয়ারে করে ফিরছিলেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া