adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের

স্পাের্টস ডেস্ক: ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি। লম্বা সময় ধরেই খবরের শিরোনাম এমনটাই। কিন্তু হুট করেই বদলে গেল দৃশ্যপট। বারবার র‍্যাঙ্কিংয়ে অবনতি হতে থাকলেও দীর্ঘদিন পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। যদিও এখনও লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৯০ এর ঘরে।

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ১৯১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সদ্য হালনাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিং বলছে এমনটাই।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে মালদ্বীপকে হারানোয়। র‍্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বর দলকে হারানোর মাধ্যমে ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর তাতেই ব্রুনাইকে পেছনে ফেলে ১৯১ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বর্তমানে জামাল ভূঁইয়াদের রেটিং পয়েন্ট ৮৯১ দশমিক ৩৭।

সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে হারালে ফের বেড়ে যাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। জয় পেলে বাংলাদেশের পয়েন্টের সঙ্গে যোগ হবে ২ দশমিক ৫৬ পয়েন্ট। আর তখন পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৯৪ দশমিক শূন্য তিনে।

তবে ভুটানকে হারালে পয়েন্ট বাড়লেও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে না বাংলাদেশের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া