adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শিক্ষিকার আত্মহত্যা- প্ররোচনার দায়ে সহকারী অধ্যাপক গ্রেফতার

atikur_rahman-_ru-teacher_aktar_jahan_29758_1478345159ডেস্ক রিপাের্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যা প্ররোচনা মামলায় বিভাগের এক সহকারী অধ্যাপককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

গ্রেফতার মো. আতিকুর রহমান রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক সহকারী প্রক্টর।

দুদিন আটক রেখে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, 'জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আতিকুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে।'

তিনি বলেন, 'শিক্ষিকা আকতার জাহানের মোবাইলে ব্যবহৃত সিমের কল রেকর্ড পর্যালোচনায় স্পষ্ট হয়েছে, জলির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সহকর্মী আতিকুর রহমানের। তাকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরদিন শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভাগের কয়েকজন শিক্ষকের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বৈঠকও করেন।

আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের এমন একজন কর্মকর্তা নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, 'শিক্ষিকা আকতার জাহান জলির মোবাইলে ব্যবহৃত সিম কার্ডের কল রেকর্ড পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেখানে স্পষ্ট হয়েছে, জলির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সহকর্মী আতিকুর রহমানের।'

তিনি বলেন, 'শিক্ষিকা জলির মানসিক অবস্থা সম্পর্কে অবগত ছিলেন তিনি। ইচ্ছে করলে জলিকে আত্মহত্যার পথ বেছে নেয়া থেকে রক্ষা করতে পারতেন আতিকুর।'

গত ৯ সেপ্টেম্বর রাবির শিক্ষকদের আবাসিক জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে লেখা চিরকুট পাওয়া যায়। তাতে সাবেক স্বামীর বিরুদ্ধে সন্তানের গলায় ছুরি ধরার অভিযোগের কথা লিখে যান তিনি।

তবে নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় জানিয়ে তিনি লেখেন, 'শারীরিক ও মানসিক কারণে আমি আত্মহত্যা করলাম।'

পরদিন তার ছোট ভাই বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে নগরীর মতিহার থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনার পরদিন আকতার জাহানের সাবেক স্বামী সহযোগী অধ্যাপক তানভীর আহমদ নিজের ফেসবুক পোস্টে জানান, তার সঙ্গে আকতার জাহানের চার বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে। বিভাগের জুনিয়র এক সহকর্মীর সঙ্গে তার (আকতার জাহান) সম্পর্ক তৈরি হয়েছিল বলে তিনি (তানভীর আহমদ) আতিকুর রহমান রাজার প্রতি ইঙ্গিত করেছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া