adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

স্পাের্টস ডেস্ক : নুরুল হাসান ও মেহেদী হাসান মিরাজের ৩২ রানের জুটিতে ৪ উইকেটে জয় নিশ্চিত হলো বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো তামিম ইকবালের দল। ক্যারিবীয়দের এ নিয়ে ওয়ানডেতে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

উইন্ডিজের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের খেলতে হয়েছে ৪৮ দশমিক ৩ ওভার। নুরুল হাসান সোহান ৩২ ও মেহেদী হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত থাকেন। এদিকে বাংলাদশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন লিটন দাস।

এর আগে, প্রোভিডেন্সে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান তামিম। ম্যাচের তৃতীয় ওভারেই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন শরিফুলের বদলে দলে সুযোগ পাওয়া তাইজুল। নিজের প্রথম বলেই ব্রেন্ড কিংয়ের উইকেট ভাঙেন। পরের ওভারে তুলে নেন ওপর ওপেনার সাই হোপকেও। এরপর ম্যাচের সপ্তম ওভারে ১৬ রানের মাথায় শামরাহ ব্রুকসকে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর কার্টিকে নিয়ে অধিনায়ক নিকোলাস পুরান জেঁকে বসলেও দলীয় ৮৩ রানের মাথায় জুটি ভাঙেন নাসুম।

১১৭ রানের সময় রোভম্যান পাওয়েলকে ১৮ রানে ফেরান তাইজুল। ১২৫ রানের সময় তাইজুলের বলেই ৬ রান করে আউট হন কিমো পল। অন্যরা যখন যাওয়া-আসার মিছিলে তখন ক্রিজ আঁকড়ে থাকেন পুরান। সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাত্র ১ রান করে মোসাদ্দেকের বলে আউট হন আকিল হোসেন। দলীয় ১৫০ রানের মাথায় পুরানকে বোল্ড করে ষোলো কলা পূর্ণ করেন তাইজুল। ২৮ মাস পর ওয়ানডেতে প্রত্যাবর্তন করে মাত্র ২৮ রান দিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পান। ১৫৩ রানের সময় নবম ব্যাটসম্যান হিসেবে গুদাকেস মোতি আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে রোমারিও নাসুমের বলে ১৯ রানে আউট হওয়ার আগে শেষ উইকেটে ২৫ রানের প্রতিরোধ গড়েন।

প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে ৬ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জয়লাভ করে টাইগাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া