adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রীর বিশাল বহরে রাষ্ট্রের অর্থ অপচয়’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়াকে কেন্দ্র করে সমালোচনায় মেতেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারকে ‘অবৈধ’ ও ‘অনৈতিক’ আখ্যা দিয়ে বলেছেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করে ১৮০ জনের বিশাল বহর নিয়ে নিউইয়র্ক গেছে। এটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের নিদর্শন। এই সফরের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ১৮০ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। আমার জানামতে অতীতে এত বেশি লোক নেয়া হয়নি। সফরে নয়জন মন্ত্রী তাদের স্ত্রীসহ গেছেন। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরাও আছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়া সচিবও আছেন। অবৈধ সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে সম্পূর্ণভাবে জাতীয় অপচয় ঘটিয়েছে। আমরা এ-ও মনে করি সরকার অবৈধ ক্ষমতা যথেচ্ছ ব্যবহার করছে, এটা তার নিদর্শন।
সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে বিএনপি জোট আবারো কর্মসূচি দিবে কি না? এমন প্রশ্নে ফখরুল বলেন, ভবিষ্যতে জানাবো। আর মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়া ও পরে জামালপুরে জনসভা আছে। এগুলো শেষ হোক।
জোটের শরিকদের হরতালে মাঠে ছিল কি না? জানতে চাইলে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় নেতাদের জেলাওয়ারী দায়িত্ব দেয়া হয়েছে। তারা সেখানে ছিলেন। আর জোটের শরিকদলের নেতাকর্মীরা সারাদেশে অংশ নিয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া