adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অসি মেয়েদের সামনে ১০৬ রানের টার্গেট

http://joyparajoy.com/bg/wp-content/uploads/2014/04/WomensCricketAus.png

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির হ্যাটট্রিক শিরোপা অর্জনের লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংলিশ মেয়েরা। জিততে হলে ১০৬ রান করতে হবে অসি মেয়েদের। শুরু থেকেই ইংলিশদের উদ্বোধনী জুটি শার্লট এডওয়ার্ডস ও সারাহ টেলর ধীরে এগুতে থাকেন। পাওয়ার প্লের শেষ ওভারে মিড অনে জেস ক্যামেরুনের তালুবন্দি হন শার্লট। ১৯ বলে তিনটি চারে ১৩ রান করেন ইংলিশ অধিনায়ক। দশম ওভারে আরেক ওপেনার সারাহ টেলর কোয়েতের বলে এলবির ফাঁদে পড়ে ১৮ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৫৮ রানের মাথায় চার নম্বরে নামা লেইডা গ্রিনওয়ে পেরীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে। দলীয় ৬৭ রানে দারুন খেলতে থাকা হেথার নাইট ২৪ বলে তিন চারে ২৯ রান করে সাজঘরে ফেরেন। মিডউইকেটে দাঁড়িয়ে থাকা পেরী তার ক্যাচটি লুফে নেন। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশ মেয়েরা। দলীয় ৮৫ রানে নাতালি স্কিভার, ৯৩ রানে তাম্মি বিউমন্ট, ৯৫ রানে অ্যামি জোনস এবং ১০১ রানে ডেনিয়েল হ্যাজেল সাজঘরে ফিরে গেলে ২০ ওভারে ১০৫ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সারাহ কোয়েত ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ক্রিকেটীয় দুই পরাশক্তি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া