adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের কোচ ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট শিবনারায়ন চন্দরপল। একই সঙ্গে দেশটির নারী অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলাবেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বলেছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শিবনারায়ন চন্দরপলকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, দেশটির অনূর্ধ্ব-১৯ দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি।
চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন চন্দরপল। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে দলের দায়িত্ব নেবেন তিনি। এর আগে, কোচ হিসেবে চন্দরপল কাজ করেছেন উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। সবশেষ সিপিএল আসরে তিনি ছিলেন জ্যামাইকা তালাওয়াসের প্রধান কোচ। উইন্ডিজ জাতীয় দলের হয়ে সমৃদ্ধ ক্যারিয়ার ছিল তার। ১৬৪ টেস্ট ম্যাচে ৫১ গড়ে চন্দরপল করেন প্রায় ১২ হাজার রান। ক্রিকটাইম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া