adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধরা

image_64676_0ঢাকা: প্রতিদিনের মতো অফিস শেষে সেদিনও বাসায় ফিরছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শফিকুল ইসলাম। ছোট্ট মেয়ে সাফওয়ান মাহির জন্মদিন থাকায় বেশকিছু ফুলসহ সঙ্গে নিয়েছিলেন জন্মদিনের কেক। কিন্তু মেয়ের সে জন্মদিন পালন হলো না শফিকুলের। ১৮ দলীয় জোটের অবরোধে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ঝলসে যায় তার শরীরের ৬৩ শতাংশ। তিনি এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন ঢামেকের বার্ন ইউনিটের পেইন ওয়ার্ডের ১১নং বেডে।


সেজেগুজে বাসায় বাবার অপেক্ষা করছিল ছোট মেয়ে তাপ্তি। প্রাথমিকের সমাপনী পরীক্ষা শেষে বাবার সঙ্গে সন্ধ্যায় বাইরে ঘুরতে বের হওয়ার কথা ছিল তার। অফিস শেষে বাবা আবু তাহের ফোনে জানালেন তিনি বাসার উদ্দেশে রওনা হয়েছেন। এর কিছুক্ষণ পর মেয়ে খবর পেলো শাহবাগে বাসে আগুন লেগেছে। কিন্তু তাপ্তি নিশ্চিত ছিল না তার বাবার ওই বাসে ছিলেন কি না। বাবাকে ফোনে না পাওয়ায় চিন্তা বাড়ে তার। অবশেষে খবর এলো বাবা আবু তাহের ঢামেকের বার্ন ইউনিটে। তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গেছে।


শফিকুল ইসলাম ও আবু তাহেরের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বিহঙ্গ পরিবহনের ওই বাসে অগ্নিদগ্ধ হয় প্রায় ২০ জন যাত্রী। অগ্নিসংযোগের ঘটনায় পোড়া মানুষ আর তাদের স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিবেশ। দিনদিন বাড়ছে দগ্ধ স্বজনদের কান্না ও আহাজারী। দগ্ধদের অনেকেই উন্নতির চেয়ে অবনতির দিকে যাচ্ছে বেশি। বার্ন ইউনিটের পেইন বেডে চলছে পুড়ে যাওয়া মানুষের নিবিড় চিকিৎসা। রুদ্ধশ্বাস অবস্থায় সময় কাটাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।


এ পর্যন্ত অন্তত প্রায় ৬০ জন দগ্ধ রোগী মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন ঢামেক হাসপাতালের বেডে।


গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় প্রায় ২০ আরোহী অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এসব মানুষের প্রায় সবাই কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরছিলেন।


শনিবার সকালে ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে গিয়ে দেখা গেছে, অগ্নিদগ্ধ স্বজনের চোখে অশ্রু। প্রিয়জনের অবস্থা দেখে ভেঙে পড়েছেন অনেকেই। তাদের কান্না আর আহাজারিতে ঢামেকের বাতাস ভারি হয়ে উঠছে। এর মধ্যে দু’জন লাশ হয়ে ফিরেছেন পরিবারের কাছে।


বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বাংলামেইলকে বলেন, ‘গত ২৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হরতাল ও আবরোধে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল, পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের ঘটনায় ঢামেকে ১১০ জনের মতো রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে নিহত হয়েছেন ৯ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৬০ জন। সর্বশেষে ২৮ নভেম্বরের ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো ৫ থেকে ৭ জন রোগী।’


তিনি আরও বলেন, ‘অন্য পোড়া রোগীদের চেয়ে এদের অবস্থা খুব খাবাপ। কারণ এরা কেমিক্যালের আগুনে দগ্ধ। অন্য সাধারণ আগুনের চেয়ে কেমিক্যালের আগুনের শক্তি অনেক বেশি। আর অনেকের শরীরের ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া