adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন: ৬৯৯২টি ভোট কেন্দ্র চূড়ান্ত

image_74816_0ঢাকা: আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ উপজেলা নির্বাচনে ৯৮টি উপজেলায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) ৬ হাজার ৯৯২টি কেন্দ্র চূড়ান্ত করেছে। একইসঙ্গে ৪৪ হাজার ২২৫টি কক্ষও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ২০ জানুয়ারি চিঠি দিয়ে ২৬ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী কর্মকর্তাদের ভোট কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছিল ইসি।

সূত্র আরো জানায়, ১৯ ফেব্রুয়ারি নির্বাচনে মোট ১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ লাখ ৯১ হাজার ৩৩০ জন এবং নারী ভোটার ৮২ লাখ ৮৬ হাজার ৩৩০ জন।

৯৮ উপজেলার মধ্যে সিরাজগঞ্জে সর্বোচ্চ ভোটকেন্দ্র- ৪৭৪টি এবং সবচেয়ে কম ভোটকেন্দ্র হলো রাজশাহীর মোহনপুরে- ৪২টি।

এছাড়া পঞ্চগড়ের চার উপজেলায় ভোট কেন্দ্র ২০২টি, দিনাজপুরের দুই উপজেলায় ৯৫টি, নীলফামারীর তিন উপজেলায় ২২৭টি, রংপুরের তিন উপজেলায় ২৯২টি, কুড়িগ্রামের তিন উপজেলায় ২৮২টি, গাইবান্ধার দুই উপজেলায় ১৯৬টি ভোটকেন্দ্র রয়েছে।

এছাড়া বগুড়ার ছয় উপজেলায় ৩৯৭টি, চাঁপাইনবাবগঞ্জের এক উপজেলায় ৫৩টি, নওগাঁর দুই উপজেলায় ১০৫টি, নাটোরের এক উপজেলায় ১১৮টি, পাবনার তিন উপজেলায় ১৯৩টি, মেহেরপুরের এক উপজেলায় ৭০টি, কুষ্টিয়ার দুই উপজেলায় ১৭৫টি।

ঝিনাইদহের চার উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৩৮৬, যশোরের অভয়নগরে ৬২, মাগুরার দুই উপজেলায়

১৬০, নড়াইলের কালিয়ায় ৬৭, খুলনার দুই উপজেলায় ১০৭, সাতক্ষীরার আশাশুনিতে ৮৪, ভোলার লালমোহনে ৭৬, বরিশালের দুই উপজেলায় ১৩৯।

রাজবাড়ীর তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ২১৩টি, গোপালগঞ্জের দুই উপজেলায় ১৫৪টি, মাদারীপুরের

কালকিনিতে ৯৭টি, শরিয়তপুরের চার উপজেলায় ১৯৬টি, সুনামগঞ্জের তিন উপজেলায় ২০২টি, সিলেটের ছয় উপজেলায় ৩৫৯টি, মৌলভীবাজারের কুলাউড়ায় ৯৩টি, হবিগঞ্জের দুই উপজেলায় ১৫৪টি, চট্টগ্রামের দুই উপজেলায় ২০২টি, খাগড়াছড়ির ছয় উপজেলায় ১৪৫টি।

এছাড়া জামালপুরের দুই উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ২২১টি, নেত্রকোনার দুই উপজেলায় ১৪৬টি,

কিশোরগঞ্জের তিন উপজেলায় ১৭০টি, মানিকগঞ্জের চার উপজেলায় ২৫৫টি, ঢাকার দুই উপজেলায় ১৭৭টি, গাজীপুরের কাপাসিয়ায় ১১৭টি, নরসিংদীর দুটি উপজেলায় ৯৮টি।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি নির্বাচন কমিশনার এম শাহনেওয়াজ সাংবাদিকদের বলেছিলেন, ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে চূড়ান্ত হওয়া ভোট কেন্দ্রের বাইরে নতুন করে ভোট কেন্দ্র না বাড়ানোর জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া