adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে দুদকে ৫৮ কর্মকর্তার পদোন্নতি

dudokনিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন আটকে থাকার পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) একদিনেই পদোন্নতি পেলেন ৫৮ কর্মকর্তা। একদিনে এত বিপুলসংখ্যক কর্মকর্তাকে আগে কখনও পদোন্নতি দেয়া হয়নি। 

কর্মকর্তাদের মধ্যে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন। সহকারী পরিচালক থেকে উপপরিচালক হয়েছেন নয়জন, সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ২৯ জন, উপসহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন এবং কোর্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন তিনজন।

মঙ্গলবার বিকালে এক প্রজ্ঞাপনে জারির মাধ্যমে এই পদোন্নতি দেয়া হয়।

দুদকের অর্ধশতাধিক কর্মকর্তার পদোন্নতির বিষয়ে গত মঙ্গলবার ও বুধবার বৈঠক করে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)। দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের নেতৃত্বে ডিপিসির সভা শেষে পদোন্নতির সুপারিশ কমিশনে জমা দেওয়া হয়। এরই পরিপ্রেেিত আজ কমিশনের সভায় ৫৮ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনের তথ্য অনুসারে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মো. আক্তার হোসেন, মো. আবু সাঈদ, মীর মো. জয়নুল আবেদীন শিবলী, শিরিন পারভীন ও সৈয়দ ইকবাল হোসেন।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. সামসুল আলম, এবিএম আব্দুস সবুর, মো. মনজুর আলম, হেলাল উদ্দিন শরীফ, সৈয়দ আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, শেখ আব্দুস সালাম ও মো. ফজলে হক।

সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন এসএম শামীম ইকবাল, মো. ইকবাল হোসেন, আবুল হাশেম কাজী, সৈয়দ সামসুল আরেফীন, মো. খলিলুর রহমান সিকদার, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, মো. আমির হোসেন, মঞ্জুর আলম চৌধুরী, খন্দকার আখেরুজ্জামান, মো. জাকির হোসেন, কমল কুমার রায়, সাইফুল্লাহ মো. এমরান, মো. আব্দুল ওয়াদুদ, মো. শফি উল্লাহ, মো. ফখরুল ইসলাম, মো. শহীদুল আলম সরকার, একেএম বজলুল রশীদ, সৈয়দ আতাউল কবির, শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, জাফর আহমেদ, মো. মনিরুল ইসলাম, এইচএম আখতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী, বীরকান্ত রায়, মোহাম্মদ সিরাজুল হক ও একেএম ফজলে হোসেন।

উপসহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আ স ম শাহ আলম, মো. রিয়াজ উদ্দিন, মো. রইস উদ্দিন আহমেদ, মো. জসীম উদ্দিন গাজী, সুরেশ চন্দ্র রায়, মো. কামরুজ্জামান, দীপন চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. একরামুর রেজা, মো. নজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম ও মানিক লাল দাস।
কোর্ট পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া তিনজন হলেন নিশীথ কুমার ঘোষ, নিশি কুমার চাকমা ও মো. গিয়াস উদ্দিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া