adv
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হারের ভয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত’

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান, দুই দেশের প্রতিদ্বন্দ্বীতা কারোর অজানা নয়। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। যেকারণে বিশ্বকাপ ছাড়া দীর্ঘদিন দ্বিপাক্ষিক কোনো ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেট আব্দুর রাজ্জাকের গলায় ভিন্ন সুর। তার দাবি, হারার ভয়েই পাকিস্তানের মুখোমুখি হয় না ভারতীয়রা।

বর্তমান প্রেক্ষাপটে সবদিক থেকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। আইসিসির ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে দুই ভারত। ওয়ানডেতে দুই ধাপ আর টেস্টে পাকিস্তানের চেয়ে তিন ধাপ এগিয়ে বিরাট কোহলির দল। তবুও আব্দুর রাজ্জাক দাবি করছেন পাকিস্তানই সেরা।
রাজ্জাকের মতে পাকিস্তান দলের ক্রিকেটার মতো দক্ষতা ভারতীয় দলে নেই।

ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় না হারের ভয়ে। এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, ‘পাকিস্তান ও ভারতের ম্যাচ না হওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি। ভারত, পাকিস্তান ম্যাচেই আসলে একজন ক্রিকেটার কতটুকু চাপ সামলাতে পারে, তার একটা বড় পরীক্ষা। তবে এই দুুই দলের মধ্যে সিরিজ হলে লোকেরা সহজেই বুঝতে পারতো আসল কথাটা। ভারত এটা খুব ভালোই বোঝে। কারণ, পাকিস্তানের মতো চাপ সামলানোর মতো ক্রিকেটার তাদের নেই।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের সঙ্গে ভারত কোনোভাবেই লড়তে পারবে না। পাকিস্তান দলে যে পরিমাণ প্রতিভা আছে, ভারতের তা নেই।’

রাজ্জাকের মতে, অতীতেও ভারতের চেয়ে ঢের এগিয়ে ছিল পাকিস্তান তিনি বলেন, ‘ আমাদের দলে একজন ইমরান খান ছিলেন। ভারতও ভালো দল ছিল। ওদের দলে ছিলেন কপিল দেব। কিন্তু ইমরান খানের প্রতিভা অনেক বেশি। তিনি কপিলের চেয়ে এগিয়ে ছিলেন। ওয়াসিম আকরামের মতো কেউই ছিল না ভারতের। আমাদের জাভেদ মিয়াঁদাদের সঙ্গে সুনীল গাভাস্কারেরও কোনো তুলনা হয় না। আমাদের ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনুসদের সময় অবশ্য ভারতের শেওয়াগ ও দ্রাবিড়ের মতো ভালো ক্রিকেটাররা ছিলেন। কিন্তু সার্বিকভাবে ভারতের চেয়ে পাকিস্তান দলে প্রতিভা বেশি ছিল।’

মাত্র ১২ দিন বাকি, এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের শুরুতেই ভারতের মোকাবিলা করবে পাকিস্তান। আগামী ২৪শে অক্টোবর বিশ্বকাপের ময়দানে লড়বে ভারত-পাকিস্তান। তার আগে ম্যাচটির টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা। মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট।

গত রোববার থেকে টিকিট বিক্রি শুরু হয়। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকিটই ফুরিয়ে গেছে মাত্র এক ঘণ্টার মধ্যে। টিকিট মূল ধার্য করা হয়েছিল ১৫০০ ও ২৬০০ দিরহাম করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া