adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার ৪০ কোটি ডলারের বক্সিং প্রতিযোগিতা

boxing11430453250স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী যুগের পর বক্সিং নিয়ে এতোটা মাতামাতি কমই দেখা গেছে। এতো মোটা অঙ্কের বক্সিংও কমই হয়েছে। শনিবার লাস ভেগাসে ফ্লয়েড মেওয়েদার বনাম ম্যানি প্যাকিয়াওয়ের লড়াইটা বেশ কয়েক দিন থেকেই উত্তেজনা ছড়াচ্ছে। সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল এই বক্সিং ম্যাচের জন্য বুঁদ হয়ে আছে বিশ্বের কোটি কোটি মানুষ। ৪০ কোটি ডলারের এই বক্সিংয়ে মেওয়েদার পাবেন ১৮ কোটি ডলার। আর প্যাকিয়াও পাবেন ১২ কোটি ডলার। শুধু তারা দুজন কেন? রেফারিও পাবেন ১০ হাজার ডলার। এই লড়াই সরাসরি উপভোগ করবেন ১৬ হাজার দর্শক। যেখানে টিকিটের মূল্য সর্বনিম্ম দেড় হাজার ডলার। আর সর্বোচ্চ ১০ হাজার ডলার। টিকিট বিক্রি থেকেই আসছে ৬ কোটি ডলার।
 
আমেরিকান মেওয়েদার পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি। অন্যদিকে ফিলিপাইনের প্যাকিয়াও একমাত্র বক্সার হিসেবে শিরোপা জিতেছেন আটটি আলাদা ওজন শ্রেণিতে। বাজির দরে এখন পর্যন্ত আমেরিকার মেওয়েদারই এগিয়ে। তবে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর বাজি ফিলিপাইনের প্যাকিয়াওর পক্ষে। মেওয়েদারের বয়স ৩৮। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। এ পর্যন্ত ৪৭টি লড়াই জিতেছেন। একটিও হারেননি।
প্যাকিয়াওর বয়স ৩৬। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এ পর্যন্ত ৫৭টি লড়াইয়ের মধ্যে ৫২টি জিতেছেন। হেরেছেন ৫টিতে। এখন দেখার বিষয় কালকের মোটা অঙ্কের লড়াইয়ে বিজয়ের হাসি কে হাসেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া