adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মৃত্যু

singerবিনোদন ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর জনপ্রিয় সংগীত তারকা পাপা ওয়েম্বা কনসার্ট চলাকালীন মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই কনসার্টটি চলছিল আইভরিকোস্টে। একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে পড়ে যাবার আগ মুহূর্তে তিনি একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করছিলেন।

আফ্রিকান, কিউবান এবং পাশ্চাত্য সংগীতে মিশ্রণে জনপ্রিয় ধারা তৈরি ওয়েমবার সংগীতের বৈশিষ্ট্য ছিল। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঞ্চে পড়ে যাবার পর তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। ওয়েম্বা প্রায় চার দশক কঙ্গোর সংগীতাঙ্গনে রাজত্ব করেছেন। ওয়েম্বা শুধুই একজন সংগীত শিল্পী ছিলেন না, পাশাপাশি ‘স্টাইল আইকন’ হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার পোশাক-পরিচ্ছদ আফ্রিকার অনেক তরুণদের আকৃষ্ট করতো।

খ্যাতি থাকলেও ওয়েম্বার জীবন সমালোচনার ঊর্ধ্বে ছিলনা। ২০০৪ সালে ফ্রান্সে মানব পাচারের দায়ে তাকে তিনমাস জেলে থাকতে হয়েছিল। নিজের ব্যান্ড দলের সদস্য পরিচয় দিয়ে এসব মানুষদের তিনি অবৈধভাবে ইউরোপে পাঠিয়েছিলেন। এছাড়া কঙ্গোর সামরিক বাহিনীর এক জেনারেলের মেয়ের সঙ্গে সম্পর্কের দায়ে ওয়েম্বাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

ওয়েম্বার মৃত্যুতে শোক জানিয়েছেন কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। তার প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হয়।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া